রাজ্য

রোজভ্যালি: প্রতারিতদের টাকা ফেরানো শুরু, প্রথম দফায় পেলেন ৭৩৪৬ জন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হল। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন এক সদস্যের কমিশন শুক্রবার মোট ৭ হাজার ৩৪৬ জন গ্রাহককে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ফিরিয়েছে। যাঁদের কম অঙ্কের আমানত (২০০০ টাকা থেকে ১০ হাজার পর্যন্ত) রয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই টাকা। এদিন সর্বোচ্চ ১০, ২০০ টাকাও পেয়েছেন অনেক আমানতকারী। প্রসঙ্গত, আমানতকারীদের টাকা ফেরাতে হবে হাইকোর্টের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রোজভ্যালি গ্রুপের ১৪টি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির (এডিসি) কাছে পাঠিয়েছিল। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। একদিকে যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে, তেমনই প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদনও গ্রহণ করার কাজ চলছে বলে এডিসি’র সদস্য আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন। প্রসঙ্গত, এ রাজ্যের গণ্ডি পেরিয়ে অসম, ত্রিপুরা এবং ওড়িশার মতো রাজ্যে ডানা ছড়ানো রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ। পুজোর আগে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ায় আমানতকারী মহলও সন্তোষ প্রকাশ করেছে। 
এডিসি’র সদস্য শুভাশিসবাবু জানিয়েছেন, ইডি’র সিজ করা ফিক্সড ডিপোজিট ভেঙে এডিসি’কে টাকা হস্তান্তরের নির্দেশ গত ২৪ জুলাই ইডিকে দিয়েছিল পিএমএলএ আদালত। সে অনুযায়ী এডিসি’র অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সঙ্গে এডিসি একটি ওয়েবসাইট (www.rosevalleyadc.com) মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করার প্রক্রিয়াও শুরু হয়। শুভাশিসবাবু জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন ২৮ লক্ষ ১০ হাজার ৭১৪ জন। সমস্ত নথিপত্র ঠিক ছিল, স্ক্রুটিনির পরে তাঁদের মধ্যে ৭৩৪৬ জনকে এদিন টাকা ফেরত দেওয়া হয়েছে। যাঁদের নথিপত্রে খামতি রয়েছে, তাঁরা ফের সবকিছু ঠিক করে ওয়েবসাইটে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়া চলছে।    
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা