রাজ্য

আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘনিষ্ঠ পান্ডে, দাবি সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে হাউস স্টাফ নিয়োগ নিয়ে বেআইনিভাবে টাকা তোলা সহ নানা আর্থিক দুনীর্তির সঙ্গে যুক্ত ছিলেন ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পান্ডে। শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে এমনই অভিযোগ আনা হয়। তাদের বক্তব্য, টাকা তোলার বিষয়ে প্রশ্ন  করা হলে হুমকিও দেওয়া হতো। শুধু তাই নয়, প্রবীণ চিকিৎসকদের নানা সময় অন্যত্র বদলি করে দেওয়ার হুমকি দিতেন এই চিকিৎসক। তাঁর মাথায় হাত ছিল সন্দীপ ঘোষের। সিবিআইয়ের বক্তব্য, ধৃতের হেফাজত থেকে মোবাইল ফোন সহ মোট আটটি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের আর্থিক দুনীর্তির নানা তথ্য কেস‑ডায়েরি কোর্টে পেশ করে সিবিআই। যদিও তা নস্যাৎ করে দেন আশিসের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তাঁর মক্কেলের সঙ্গে সন্দীপ ঘোষের আলাপ ছিল। কিন্তু তাই বলে অন্যের অপরাধ কেন তাঁর মক্কেল বহন করবেন? সিবিআই যে অভিযোগ তুলছে তার বিশ্বাসযোগ্যতা কোথায়? শুনানির শেষে বিচারক সুজিতকুমার ঝাঁ ধৃতকে ৭ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।  এদিকে, আজ, শনিবার জেলে সন্দীপ ঘোষকে ফের জেরা করবে সিবিআই। আদালত সিবিআইয়ের আর্জি মঞ্জুর করেছে। এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই সাতজনকে ডেকে পাঠায়। তার মধ্যে ছিল তিন পুলিস অফিসারও। পুলিসকর্মীদের কাছ থেকে বারবার জানতে চাওয়া হয়, টালা থানার প্রাক্তন ওসি ঘটনা ধামাচাপা দিতে কী নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও ওই দিন তরুণী চিকিৎসককে খুনের সময় অভীক ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন কি না, জানতে তথ্যপ্রমাণ জোগাড় চলছে।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা