রাজ্য

শহরে সোনার দামে নতুন রেকর্ড, সমানে তাল ঠুকছে রুপোর দরও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শুক্রবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যায় ৭৬,৬০০ টাকা। বৃহস্পতিবার সেই দর ছিল ৭৬,১৫০ টাকা। ১০ গ্রাম পিছু ৬০০ টাকা বেড়ে ২২ ক্যারেট গয়না সোনা পৌঁছায় ৭২,৮০০ টাকায়। দিল্লিতেও পাকা সোনার দর রেকর্ড গড়ে ইতিমধ্যেই ৭৯ হাজারের দিকে এগচ্ছে। সেখানে শুক্রবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৭৮,৪৫০ টাকা। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। নভেম্বর থেকে পরপর বিয়ের তারিখ। তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন সোনার দোকানে। এই পরিস্থিতিতে লাগামছাড়া সোনার দর বিপাকে ফিলছে ক্রেতাদের।
প্রায় চার বছর পর আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতেই বিশ্বজুড়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল সোনার দর। তার প্রভাব এসে পড়ে ভারতেও। সেই পরিস্থিতিতে যোগ হয়েছে যুদ্ধের আবহ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে অস্থির পরিস্থিতি শুরু হয়েছে, তার প্রভাব পড়ছে গোটা বিশ্বে। আমেরিকার বন্ডের বাজারও তুলনামূলকভাবে খারাপ, বলছেন বিশেষজ্ঞরা। এর ধাক্কা এসে পড়েছে শেয়ার বাজারেও। এই পরিস্থিতিতে বিশ্বের বড় লগ্নিকারীরা সুরক্ষিত বিনিয়োগ হিসেবে ভরসা রাখছেন সোনায়। সেই কারণে হলুদ ধাতুর চাহিদা বেড়ে যাওয়ায়, তার দাম চড়ছে হু হু করে, বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, কেন্দ্রীয় সরকার আমদানি শুল্ক কমানোর পর থেকে ভারতীয় বাজারে সোনার চাহিদা অনেকটা বেড়েছে। তার প্রভাব কিছুটা হলেও পড়েছে দামের উপর, বলছে বিশেষজ্ঞ মহল। তবে সোনা নয়, চড়া দাম চোকাতে হচ্ছে রুপোর ক্ষেত্রেও। শুক্রবার কলকাতায় এক কেজি খুচরো রুপোর দাম গিয়েছে ৯২,৫০০ টাকা। একদিন আগে, অর্থাৎ বৃহস্পতিবারই সেই দর ছিল ৯১,২৫০ টাকা। সোনা ও রুপোর দর আগামী দিনে আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্বর্ণশিল্পমহল। 
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা