রাজ্য

‘স্যর, আপনাকে বেশি চাপ দেব না, ৮ লাখের বিজ্ঞাপন তুলে দিলেই হবে’, আশিস পান্ডের হুমকির মুখে পড়তে হয়েছে আর জি করের কর্তাকেও
 

বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘স্যর, আপনাকে বেশি চাপ দেব না। আমাদের লোবেলিয়ার জন্য ৮ লক্ষ টাকার বিজ্ঞাপন তুলে দিলেই হবে।’ ঘটনাটি গত বছরের। সেবার এসেছিলেন বলিউডের বিখ্যাত গায়ক আরমান মালিক। সাড়া পড়ে গিয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজের ‘ফ্রেশার্স ওয়েলকাম’ অনুষ্ঠান ‘লোবেলিয়া’ ঘিরে। কীভাবে এত খরচ উঠছিল আর জি করের ডাক্তারি পড়ুয়াদের এই বার্ষিক অনুষ্ঠানের জন্য? সেই রহস্যের পর্দা উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। অভিযোগ, ৮ লক্ষ টাকার বিজ্ঞাপন তুলে দেওয়ার জন্য এভাবেই মিষ্টি সুরে ‘থ্রেট’ দিয়েছিলেন সিবিআইয়ের হাতে সদ্য ধৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাঃ আশিস পান্ডে। অপর প্রান্তে ছিলেন আর জি কর হাসপাতালেরই এক পদস্থ কর্তা। গ্রেপ্তার হওয়া ইস্তক ডাঃ পান্ডের এসব কর্মকাণ্ড নিয়েই মশগুল আর জি করের চিকিৎসক থেকে কর্মী। 
হাসপাতালের এক পদস্থ কর্তা বলেন, ‘গত বছর সেপ্টেম্বরের ঘটনা। একদিন আশিস ঘরে এল। বলল, স্যর, বুঝতেই তো পারছেন অনেক খরচ। আপনাকে বেশি চাপ দেব না। ৮ লক্ষ টাকার মতো স্পনসরশিপ তুলে দিলেই হবে!’ ওই কর্তার কথায়, ‘আমার মাথায় তো তখন বজ্রাঘাত হওয়ার জোগাড়। এত টাকার বিজ্ঞাপন কীভাবে জোগাড় করব? কাকে বলব? শুধু এ কথা বলেই নিরস্ত হয়নি সে। ওর চাপা হুমকির জন্য সেবার আমায় লোবেলিয়ার জন্য চাঁদা দিতে হয়েছিল ১৫ হাজার টাকা!’
সিনিয়র ফ্যাকাল্টি, অধ্যাপক, বিভাগীয় প্রধান বা কোনও কেষ্টবিষ্টু স্বাস্থ্যকর্তা না হলেও এঁদের সবার উপর হুমকির ছড়ি ঘোরাতেন ডাঃ পান্ডে। এমবিবিএস পাশ এই ডাক্তারের ‘দাদাগিরি’তে অতিষ্ঠ মানুষজন এখন মুখ খুলতে শুরু করেছেন। হাসপাতালের এক কর্মীর অভিযোগ, ‘মার্চ-এপ্রিল মাসের ঘটনা। হাউসস্টাফদের ভাতা, ছুটিছাটা সহ বিভিন্ন বিষয় দেখার দায়িত্ব অ্যাকাউন্টস শাখার যে হেড ক্লার্কের উপর, তাঁর কাছে গিয়েছিলেন আশিস। ছুটির সময় হয়ে যাওয়ায় ওই হেড ক্লার্ক তাঁকে অনুরোধ করে পরের দিন আসতে বলেন। অভিযোগ, সঙ্গে সঙ্গে শুরু হয় আশিসের তড়পানি। বলেন, ‘বেশি বাড় বেড়েছেন? আমাকে ঘোরানো?  একটা ফোন করব, একেবারে উত্তরবঙ্গে বদলি হয়ে যাবেন?’
আরও কিছুদিন পিছিয়ে যাওয়া যাক। এক চিকিৎসক বললেন, ‘রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এক সাফাইকর্মীর সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল। তাঁকে সেখানেই দাঁড় করিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করতে থাকেন আশিস।’
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা