রাজ্য

বাংলায় সরকারিভাবে নিরখচায় চিকিৎসা, পিজিতে জন্ম প্রথম টেস্ট টিউব বেবির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি ক্ষেত্রে রাজ্যের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হল পিজি হাসপাতালে। জানা গিয়েছে, আউটডোর বাড়ির তিনতলার আইভিএফ সেন্টার এবং গাইনি বিভাগ যৌথভাবে সরকারিভাবে বন্ধ্যাত্বের চিকিৎসায় এই মাইলফলক স্থাপন করল। ল্যাবরেটরির কাজে সাহায্য করেছেন বিশিষ্ট প্রজননবিদ ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদারের বন্ধ্যাত্ব সংক্রান্ত চিকিৎসাকেন্দ্র। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক প্রসূতির কোল আলো করে আসা এই সন্তানের জন্য কোনওরকমের চিকিৎসার খরচ লাগেনি। শনিবার এই দাবি করেছেন সুদর্শনবাবু। তিনি বলেন, পিজি’র আইভিএফ কেন্দ্রটিতে ১৫০০ প্রসূতির ওয়েটিং রয়েছে। আমাদের চিকিৎসায় ৩৫ জন মা হওয়ার পর্যায়ে রয়েছেন। এ মাসের মধ্যে আরও চার থেকে পাঁচজন মা হবেন। তাঁর দাবি, শুধু পশ্চিমবঙ্গই নয় সারা দেশে সম্পূর্ণ নিখরচায় সরকারিভাবে আইভিএফ চিকিৎসায় সন্তান আসার ঘটনা ঘটল এই প্রথমবার। পিজি হাসপাতাল থেকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছর দু’য়েক আগে পিজিতে এই পরিষেবা চালু হয়। প্রধান উদ্দেশ্য ছিল, মধ্যবিত্ত, নিম্নবিত এবং গরিব দম্পত্তিকে সম্পূর্ণ নিরখচায় সন্তানসুখ দেওয়া। বন্ধ্যাত্বের চিকিৎসক সূত্রে খবর, কম খরচের আইভিএফ’এর মূল্য এখন এক লক্ষ টাকা কী তার সামান্য বেশি।  সেই থেকে শুরু। লাগামছাড়া খরচের গ্রাফ বিভিন্ন সেন্টারে বাড়তে থাকে। সন্তানের স্বপ্ন দেখা দম্পত্তিদের অনেকেই শেষে হাল ছেড়ে দেন। 
হাসপাতাল সূত্রে খবর, রোগী দেখা, ইউএসজি এবং কিছু রক্ত পরীক্ষার কাজ হয়েছিল পিজিতে। সেখানে প্রাইভেট ল্যাবরেটরিতে মূল পদ্ধতিটি হয়। প্রসব হয় পিজি’র গাইনি বিভাগে। পিজিতেও একটি আধুনিক ল্যাবরেটরি আগামী চার বছরের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন সুদর্শনবাবু। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা