রাজ্য

বাংলায় সক্রিয় ৪০টি স্লিপার সেল, আসরে বাংলাদেশি জঙ্গিদের ধুলিয়ান ও জলঙ্গী মডিউল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশি জঙ্গিদের টার্গেট এখন পশ্চিমবঙ্গ! মুর্শিদাবাদের একাধিক জায়গায় সক্রিয় হয়েছে ৪০টিরও বেশি স্লিপার সেল। পুরোদমে কাজ করছে তাদের নেটওয়ার্ক। আসরে ধুলিয়ান ও জলঙ্গী মডিউলও। অসম থেকে আসছে বাংলাদেশের জঙ্গিনেতারা। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির কাজ চলছে এই সমস্ত স্লিপার সেলে। কাঁচামাল আসছে বিভিন্ন জায়গা থেকে। এমনকী নিত্য নতুন বিস্ফোরক তৈরির জন্য রীতিমতো গবেষণাও চলছে। তলে তলে রাজ্যজুড়ে শাখা-প্রশাখা বিস্তার করে ফেলেছে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। ১১ জন জঙ্গি ধরা না পড়লে এই তথ্য অজানাই থেকে যেত গোয়েন্দাদের। অসমের ধুবুরি থেকে গ্রেপ্তার হওয়া শাহিনুর ইসলাম জেরায় জানিয়েছে, স্লিপার সেলগুলির সক্রিয় হওয়ার কথা। গোটাটাই নিয়ন্ত্রণ করছে এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানির ‘ডান হাত’ বলে পরিচিত মোহাম্মদ শাদ রবি ওরফে সাহেব। জেরায় এই তথ্য উঠে আসার পর ঘুম ছুটেছে গোয়েন্দাদের।
ধুলিয়ান মডিউলের একদা মাথা ছিল আব্দুল করিম ওরফে বড় করিম। ২০২০ সালে খাগড়াগড় কাণ্ডের এই অন্যতম চক্রীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিসের এসটিএফ। তারপরই গোয়েন্দাদের নজরে আসে সুতি, জলঙ্গী, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে জঙ্গি নেটওয়ার্ক। এমনকী, সেখানে এসে থেকে গিয়েছে জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আমির সালাউদ্দিন সালেহান স্বয়ং। একের পর এক অভিযানে কোমর ভেঙে যায় তাদের স্লিপার সেলের। 
সেই মডিউল নতুন করে মাথাচাড়া দিয়েছে বলেই দাবি ধুবুরি থেকে ধৃত শাহিনুরের। অসম পুলিসের এসটিএফ তাকে জেরা করে জানতে পেরেছে, বাংলাদেশে  পালাবদলের পরই মুর্শিদাবাদকে টার্গেট করেছে এবিটি প্রধান জসিমউদ্দিন। সেজন্য বেছে নেওয়া হয়েছে একদা ‘জেএমবি’র ঘাঁটি বলে পরিচিত সুতি, ধুলিয়ান, জলঙ্গীকে। কারণ, ওই তিনটি এলাকায় জেএমবির স্লিপার সেলের অনেক পুরনো সদস্য রয়েছে। রহমানির আর এক ‘ডান হাত’ মহম্মদ ফারহান ইশরাত একাধিকবার ঘুরে গিয়েছে এই জেলায়। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, বসে যাওয়া সেই সদস্যদের বেশিরভাগই চলে গিয়েছিল দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজে বা জনমজুর খাটতে। তাদের খুঁজে বের করে ফিরিয়ে আনে শাদ। শুরু হয় নতুন স্লিপার সেল খোলার কাজ। নতুন সদস্যদের ‘মোটিভেট’ করার দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিনুরকে। এই কাজের জন্য দু’মাস ধরে মুর্শিদাবাদে ঘাঁটি গেঁড়েছিল।
সূত্রের খবর, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে থাকা এবিটির এই স্লিপার সেলগুলিকে চিহ্নিত করে ফেলেছেন অসম পুলিসের এসটিএফের অফিসাররা। এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে রাজ্য পুলিসকে। তার ভিত্তিতে শুরু হয়েছে যৌথ অপারেশন। স্লিপার সেল মেম্বারদের খোঁজে চলছে তল্লাশি।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা