দেশ

গার্লফ্রেন্ডের ভিডিও চুরি করে ব্ল্যাকমেল! বন্ধুকে খুনের অভিযোগ নাবালকের বিরুদ্ধে

লখনউ, ৩০ ডিসেম্বর: উত্তরপ্রদেশের মিরাটে ভয়ঙ্কর ঘটনা। বন্ধুকে খুনের অভিযোগ উঠল অপর এক নাবালকের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, মৃত পড়ুয়া তাঁর ফোন থেকে গার্লফ্রেন্ডের ছবি ও ভিডিও চুরি করে ওই বান্ধবীকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই নাবালকই একই কোচিংয়ে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাঁরা দু’জন প্রতিবেশী এবং একসঙ্গে কোচিং যেতেন। শনিবারও তাঁরা একইসঙ্গে কোচিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তবে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি অভিনব নামে এক পড়ুয়া। এরপরেই থানায় মিসিং ডায়রি করেন তাঁর বাবা।
তদন্তে নেমে পুলিস অভিযুক্ত হিসেবে মৃতের বন্ধু ওই নাবালককে আটক করে। পুলিসি জেরায় তাঁর দাবি, অভিনব তাঁর ফোন থেকে গার্লফ্রেন্ডের কিছু ফটো ও ভিডিও নিজের ফোনে নিয়ে নিয়েছিল। এরপর সেই ফটো ও ভিডিও দেখিয়ে গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেলও করতে শুরু করে। এমনকী তার সঙ্গে ঘুরতে বেরনোর জন্যও জোর করতে শুরু করে। আর এই বিষয়টা জানতে পেরেই তাকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত।
পুলিসের কাছে অভিযুক্ত স্বীকার করেছে, সেই অভিনবকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে খুন করেছে। তবে তার এই দাবি মৃতের পরিবার মানতে নারাজ। তাঁদের অভিযোগ, এই ঘটনায় আরও লোক জড়িত রয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা