রাজ্য

জঙ্গি যোগ, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফের জঙ্গিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে নওদা থেকে গ্রেপ্তার করে সাজিবুল ইসলামকে। জানা গিয়েছে, ধৃত যুবক নওদার দুর্লভপুরের বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি শাদ রবি ওরফে সাব শেখের পিসতুতো ভাই এই সাজিবুল। শাদের সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তার যাতায়াত ছিল বলেই জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা। অনুমান করা হচ্ছে, এবিটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত সাজিবুলের। ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে গতকাল রাতে নওদার দুর্লভপুরে একটি অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪ বছরের এক যুবককে তারা পাকড়াও করে। এরপর শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবিটি জঙ্গি শাদ রবিকে। সে এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানির অত্যন্ত বিশ্বস্ত। এখানে এসে শাদ স্লিপার সেল তৈরির কাজ শুরু করে। সে মুর্শিদাবাদে নওদার দুর্লভপুরের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে থাকত। সেই সময়ই সাজিবুলের সঙ্গে তার সখ্যতা বাড়ে। অভিযোগ, সাজিবুলকে নিয়ে বিভিন্ন স্লিপার সেল তৈরির কাজে লেগে পড়ে শাদ। মনে করা হচ্ছে, তারই সহযোগিতায় শাদ ভোটার তালিকাতে নামও তুলেছিল। দুর্লভপুর এলাকায় সাজিবুল ও শাদের ভোটার তালিকায় ঠিকানা একই। ভোটার লিস্টে আবার শাদের নাম মহম্মদ সাব শেখ। অপরদিকে, এলাকার ছেলের জঙ্গিযোগে গ্রেপ্তারের খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্লভপুরে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা খুবই আতঙ্কিত রয়েছি। কার সঙ্গে যে কাদের যোগ রয়েছে কিছুই বুঝতে পারছি না। হাতেগোনা কয়েকজনের জন্য গোটা গ্রামের বদনাম হচ্ছে। অন্যদিকে, সাজিবুলের মায়ের দাবি, তাঁর ছেলে খেতমজুরের কাজ করত। তা দিয়েই না কী তাঁদের সংসার চলে। গতকাল রাতে পুলিস এসে ওকে ধরে নিয়ে যায়। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। 
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা