খেলা

দুরন্ত বোলিং বুমরাহ-সিরাজদের, ক্যাচ মিসে শেষবেলায় রাশ আলগা ভারতের! অস্ট্রেলিয়াকে টানলেন লাবুশানে-লিয়ঁ

মেলবোর্ন: ক্যাচ মিসের প্রদর্শনী এবং খানিকটা দুর্ভাগ্যের জেরে বক্সিং ডে টেস্টে চতুর্থ দিনের শেষে অস্বস্তিতে টিম ইন্ডিয়া। অথচ বুমরাহ, সিরাজদের দাপটে একটা সময় ৯১ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছিল ক্যাঙারু বাহিনী। সেই চাপ বজায় রাখতে পারলে ভারতের টার্গেট ২৭০-২৮০ রানের মধ্যেই সীমাবদ্ধ থাকত। সেক্ষেত্রে এমসিজি’তে শেষদিনে জয়ের জন্য ঝাঁপাতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু একের পর এক জীবন দান এবং ভাগ্যের সহায়তা পেয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তুলে ফেলেছে ৯ উইকেটে ২২৮। তার সঙ্গে প্রথম ইনিংসের লিড মেলালে কামিন্স বাহিনী এখন ৩৩৩ রানে এগিয়ে। নাথান লিয়ঁ ৪১ ও বোল্যান্ড ১০ রানে ক্রিজে। সোমবারের সকালটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বুমরাহদের চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব এই জুটির পতন ঘটিয়ে টার্গেটকে সাড়ে তিনশোর মধ্যে বেঁধে রাখার।
পিচে কোনও জুজু নেই। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল যদি ভিতটা মজবুত করতে পারেন, তাহলে জয়ের জন্য ঝাঁপানোর সুযোগ থাকবে। ইতিহাস বলছে, এমসিজি’তে সর্বাধিক ৩৩২ রান তাড়া করে ইংল্যান্ড হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তাই এই ম্যাচে জিতলে মেলবোর্নে নতুন ইতিহাস লিখবেন রোহিতরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোচ গৌতম গম্ভীর কি ছেলেদের সেই বার্তা দেবেন? কারণ, মাথায় রাখতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার অঙ্কও। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে হার মানলে সব শেষ। তার চেয়ে ড্র করে সিডনি টেস্টের জন্য লড়াইয়ের আগুন বাঁচিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে বলে মত প্রাক্তনদের একাংশের। রবিবার পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইটা এখন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে। এই সিরিজের পর রোহিতদের সামনে আর কোনও ম্যাচ না থাকলেও শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলতে যাবে অজিরা। ঘরের মাঠে লঙ্কা বাহিনী বরাবরই ভয়ঙ্কর। স্পিনের ইন্দ্রজালে অস্ট্রেলিয়াকে তারা ২-০ ব্যবধানে হারিয়ে দিলে ভারতের পথ প্রশস্ত হবে। তাই আবেগ নয়, অঙ্ক কষেই বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
রবিবার, ম্যাচের চতুর্থ দিনে ভারত শুরু করেছিল ৯ উইকেটে ৩৫৮ নিয়ে। নীতীশ রেড্ডি ১১৪ রানে আউট হতেই ইনিংসে দাঁড়ি পড়ে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে রোহিত ব্রিগেডের সংগ্রহ ৩৬৯। ফলে ১০৫ রানের মূল্যবান লিড পায় হোমটিম। তবে দুরন্ত প্রত্যাঘাতে ম্যাচে ফিরে আসে টিম ইন্ডিয়া। খাদের কিনারায় দাঁড়িয়ে রেড্ডির দুর্দান্ত লড়াই তাতিয়ে দিয়েছিল গোটা দলকে। তারই প্রতিফলন দেখা যায় বুমরাহ, সিরাজদের বোলিংয়ে। দ্বিতীয় ইনিংসে ভারতের দুই পেসারের দাপটে একটা সময় নাভিঃশ্বাস উঠেছিল অস্ট্রেলিয়ার। সেই ধাক্কা সামলে দলকে টানেন লাবুশানে ও কামিন্স। বলা ভালো, তাঁদের সুযোগ করে দেন যশস্বী। ৪৬ রানে স্লিপে লাবুশানের সহজ ক্যাচ ফেলেন তিনি, যা ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত ৭০ রান করে আউট হন অজি ব্যাটসম্যানটি। ২০ রানের মাথায় কামিন্সের সহজ ক্যাচও ধরতে পারেননি যশস্বী। মোট তিনটি ক্যাচ ফস্কান তিনি। আর তাতেই ম্যাচের অভিমুখ দ্রুত বদলে যায়। সেই সঙ্গে নাথান লিয়ঁ দু’বার ভাগ্যের সাহায্য পান। ৫ রানে তাঁর দেওয়া ফিরতি ক্যাচ ধরতে পারেননি সিরাজ। এরপর বুমরাহর বলে স্লিপে লিয়ঁর ক্যাচ লোকেশ রাহুল ধরলেও আম্পায়ার নো বল কল করেন। ফলে দিনের শুরুতে ভারতের পালে হাওয়া বইলেও জঘন্য ফিল্ডিংয়ের কারণে দিনের শেষে তা অনেকটাই ফিকে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা