খেলা

গাভাসকরকে প্রণাম নীতীশের বাবার
 

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে নীতীশ রেড্ডির শতরানের পর গ্যালারিতে বসে তাঁর বাবার কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবার মুতালিয়া রেড্ডির আরও এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল মেলবোর্ন। নীতীশের পরিবার এদিন কমেন্ট্রি বক্সের সামনে সুনীল গাভাসকরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিংবদন্তিকে দেখামাত্র নতজানু হয়ে প্রণাম করেন মুতালিয়া। চেষ্টা করেও তরুণ অলরাউন্ডারের বাবাকে বাধা দিতে পারেননি সানি। এরপর তাঁকে বুকে টেনে নেন তিনি। সানির চোখে তখন জল। এরপর নীতীশের মা ও বোন লিটল মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
নীতীশের উত্থানের কৃতিত্ব বাবা মুতালিয়াকে দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, ‘আমি জানি, আপনারা কতখানি আত্মত্যাগ করেছেন। আর সে জন্যই ভারতীয় ক্রিকেট নীতীশের মতো এক হীরে খুঁজে পেয়েছে। আপনাদের দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না।’ এরপর তরুণ ক্রিকেটারের পরিবারের সঙ্গে ছবিও তোলেন কিংবদন্তি। আসলে, গাভাসকরের বড় ভক্ত মুতালিয়া। বরাবরই ছেলেকে পারামর্শ দিয়েছেন সানিকে আদর্শ হিসেবে সামনে রেখে এগনোর। শনিবার নীতীশের শতরান প্রসঙ্গে মুতালিয়া বলেন, ‘বুমরাহ আউট হওয়ার পর খুব টেনশন হচ্ছিল। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, সিরাজ যেন ওভারটা কাটিয়ে দেয়। সেটাই হয়েছে। ডিএসপি স্যার সিরাজকে ধন্যবাদ।’
রবিবার সাংবাদিক সম্মেলনে বাবাকে কৃতিত্ব দিতে ভোলেননি নীতীশ। তিনি বলেন, ‘বাবার জন্য এই জায়গায় পৌঁছতে পেরেছি। ক্রিকেটে যে কিছু করতে পারব, তিনিই প্রথম বিশ্বাসটা জাগিয়েছিলেন আমার মধ্যে। আর তাকে বাস্তবে রূপ দিতে উনি চাকরিও ছাড়েন।’ ২১ বছরের অলরাউন্ডার আরও বলেন, ‘আমার দক্ষতা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছিল। ভেবেছিল, আইপিএল খেলা একজন তরুণ বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবে না। তাদের ভুল প্রমাণ করতে মুখিয়ে ছিলাম। প্রথম আইপিএল মরশুমের পরই বুঝতে পারি, টিকে থাকতে হলে আমায় আরও উন্নতি করতে হবে। অফ সিজনে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়েছি। তারই সুফল মিলল।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা