বিদেশ

মেয়েদের দেখতে পাওয়া ‘অশালীন কাজ’, বাড়িতে রাখা যাবে না জানলা, ফতোয়া জারি তালিবানের

কাবুল, ৩০ ডিসেম্বর: মেয়েদের পর্দা প্রথা নিয়ে আগেই কড়া হয়েছে আফগানিস্তান। এবার সেই বজ্রআঁটুনিতে নব সংযোজন। মেয়েদের ঘরের বাইরের দিকে কোনও জানলাই রাখা যাবে না। এমনই ফতোয়া জারি করেছে তালিবান সরকার। মূলত বাড়ির অন্দরমহলে যেখানে মহিলারা রান্নাবান্না, গৃহকর্মের অন্যান্য কাজ করেন সেখানে জানলা রাখা যাবে না বলে সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী বাড়ির রান্নাঘরে, প্রতিবেশীর দেওয়ালে এবং মেয়েদের ঘরে জানলা থাকলে তা অবিলম্বে বুজিয়ে ফেলতে হবে। তালিবান সরকারের দাবি, বাড়ির ভিতরে কর্মরত কোনও মহিলাকে বাইরে থেকে দেখলে তা অশালীন কাজ বলে পরিগণিত হবে। পাশাপাশি রাস্তা থেকে কোনও মহিলাকে রান্না করতে দেখলে, জল তুলতে দেখলে এমনকী গৃহস্থালীর অন্যান্য কাজ করতে দেখলে পুরুষরা আকৃষ্ট হতে পারেন। ফলে সেটিও অশালীন কাজ বলেই ধরা হবে। সেইজন্য মুশকিল আসান স্বরূপ বুজিয়ে দিতে হবে বাড়ির জানলাই! সূত্রের খবর, এই বিষয়টি খতিয়ে দেখবে সেদেশের পুরসভার আধিকারিকরা। যদি এমন কোনও জানলার খোঁজ মেলে তাহলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে হবে বা তার সামনে পাঁচিল তুলে দিতে হবে। এই কাজটি হবে পুরসভার তত্বাবধানে।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা। তারপর থেকেই সেদেশের মেয়েদের উপর একাধিক নিয়মের খাঁড়া নেমে আসে। মহিলাদের পঠনপাঠন নিষিদ্ধ করে দেওয়া হয়। হিজাব নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তাঁদের পুরো শরীর ঢেকে রাখা পোশাক পরার নিদান দেওয়া হয়। মহিলাদের বাইরে কাজ করায় বিধিনিষেধ জারি করা হয়। মহিলাদের কণ্ঠস্বর নিচু রাখতে বলা হয়। এছাড়া প্রকাশ্যে চলাফেরা, পার্কে যাওয়া, সর্বজনীন স্থানে যাওয়া এমনকী কবিতা পাঠ, গান গাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, অপরিচিত কোনও পুরুষের দিকেও তাকানো যাবে না। এছাড়া মহিলারা একা বা অন্য মহিলার সঙ্গেও বাড়ি থেকে বের হতে পারবেন না। তাঁদের সঙ্গে পরিবারের কোনও পুরুষ সদস্যকে থাকতেই হবে। মোটের উপর মহিলাদের সবরকম স্বাধীনতাই কেড়ে নেয় আফগানিস্তানের নতুন সরকার। এরপর বাড়ির জানলা বুজিয়ে দেওয়ার ফতোয়া জারি করে সেই নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন করল তালিবান।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা