বিদেশ

নিখোঁজ ভারতীয় ছাত্রীর দেহ উদ্ধার স্কটল্যান্ডের নদীতে?

লন্ডন: স্কটল্যান্ডের নদীতে মিলল নিখোঁজ ভারতীয় ছাত্রীর দেহ? ওই তরুণীর নাম সানত্রা সাজু (২২)। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এখনও সরকারিভাবে মৃতদেহ শনাক্ত করা হয়নি। ইতিমধ্যে সানত্রার মা-বাবাকে বিষয়টি জানানো হয়েছে। 
এডিনবরার হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন কেরলের বাসিন্দা সানত্রা। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, ৬ ডিসেম্বর বিকেলে লিভিংস্টনের একটি সুপারমার্কেটে শেষবারের মতো ওই ভারতীয় পড়ুয়াকে দেখা গিয়েছিল। শুক্রবার নিউব্রিজের কাছে নদীতে উদ্ধার হয় তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে খবর। স্কটল্যান্ড পুলিস জানিয়েছে, ‘শুক্রবার বেলা ১১টা ৫৫ নাগদ নিউব্রিজের কাছে নদীতে একটি দেহ উদ্ধার করা হয়েছে। দেহ শনাক্তকরণের জন্য সানত্রা সাজুর মা-বাবাকে খবর দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু মেলেনি।’ তদন্তে জানা গিয়েছে, সুপারমার্কেটে ঢোকার সময় সানত্রার হাতে কোনও ব্যাগ ছিলা না। তবে বাইরে আসার সময় তাঁর কাঁধে ব্যাগ দেখা গিয়েছে। সম্প্রতি কোর্স্টরফাইন থানার ইনসপেক্টর অ্যালিসন লরি বলেন, ‘বার্নভেল থেকে একটি সাদা-কালো ব্যাগ কিনেছিলেন সানত্রা। তবে সুপারমার্কেটে ঢোকার সময় তাঁর সঙ্গে সেটি ছিল না। সিসি ক্যামেরার প্রত্যেকটি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। সুপারমার্কেটে সানত্রার একাধিক ছবি প্রকাশ্যে আনা হয়েছে। আশা করছি কেউ ওই পড়ুয়াকে চিনতে পারবেন।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা