বিদেশ

আজ সংবিধান বদলের ঘোষণা, বাংলাদেশে হিন্দুদের রক্ষায় উদ্যোগী হোন, ট্রাম্পকে অনুরোধ প্রবাসীদের

ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যবস্থা নিন ডোনাল্ড ট্রাম্প। এমনই আবেদন জানাল আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের যৌথ সংগঠন। তাদের মতে, বাংলাদেশে যেভাবে হিন্দু সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি নিশ্চিত করতেও ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছে যৌথ সংগঠন। তাদের দাবি, চিন্ময়কে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, যা গোটা দক্ষিণ-পূর্ব এশিয়া তো বটেই, সারা বিশ্বে প্রভাব ফেলবে। এর মধ্যেই পদ্মাপারের দেশে ফের হিন্দু নির্যাতনের অভিযোগ উঠেছে। ঢাকার কেরানিগঞ্জের পাখালিয়া পাড়ায় কালী ও রাধাগোবিন্দ মন্দির দখলের অভিযোগ উঠেছে। যা নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মন্দির দুটি রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে সমাজমাধ্যমে ‘ধর্ম নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বিষাদুচন্দ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। যদিও এই ঘটনাতেও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, বাংলাদেশের সংবিধান বদলে ফেলার যে দাবি উঠেছে, তার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেসসচিব মহম্মদ শফিকুল ইসলাম। বছরের শেষ দিনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ছাত্র সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতারা। তাঁদের দাবি, ১৯৭২ সালের ‘মুজিববাদী সংবিধানকে’ কবর দেওয়া হবে। শফিকুল জানিয়েছেন, ঘোষণাপত্র প্রকাশের বিষয়টির সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনও সম্পর্ক নেই। এই বিষয়টিকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই দেখতে চান তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ আহমদ এখন ইউনুস সরকারের উপদেষ্টা পদে। ফলে পড়ুয়াদের দাবি নিয়ে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের অন্দরে মতানৈক্য  তৈরি হয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে। তবে তার পরেও রাজনৈতিক জমি ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার দল। সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার মামলায় রবিবার আদালতে আত্মসমর্পণ করেন আওয়ামি লিগের পাঁচ নেতা। আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয়নি। কারাগারে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেন ওই পাঁচ নেতা। যা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। তাদের দাবি, জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়। পাঁচ নেতা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন স্লোগান দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে দাবি জানিয়েছে বিএনপি। সোমবার বাংলাদেশের নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে, সরকার বা আদালত যদি আওয়ামি লিগকে নিষিদ্ধ না করে, তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে কোনও বাধা নেই। কমিশন জানিয়েছে, আওয়ামি লিগ একটি রেজিস্টার্ড দল। তাই তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া যায় না।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা