বিদেশ

বিপিএলের টিকিট না মেলায় ক্ষোভ, মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙল দর্শকরা

ঢাকা, ৩০ ডিসেম্বর: বিপিএলের টিকিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের দর্শকদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছিল। তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বা বিসিবি গতকাল দুপুর পর্যন্ত খেলার টিকিট সংক্রান্ত কোনও ঘোষণাই করেনি। মূলত টিকিট কোথায় কোথায় মিলবে, দাম কত হবে এসব কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। বিষয়টিতে বিসিবির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে মিরপুরের রাস্তায় প্রচুর দর্শক মিছিলও করেন। এরপর আজ, সোমবার উদ্বোধনী ম্যাচের আগেই ক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় স্টেডিয়ামে ২ নম্বর গেটও। অভিযোগ, খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের গাড়িও আটকে দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, বিসিবি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকালই টিকিট বিক্রির ঘোষণা করেছে তারা। জানানো হয়েছিল, স্টেডিয়ামের কোনও বুথ থেকে টিকিট বিক্রি করা হবে না। তা মিলবে অনলাইনে এবং একটি ব্যাঙ্কের নির্ধারিত কিছু শাখা থেকে। অভিযোগ, এই ব্যাঙ্কের কিছু শাখায় টিকিট না পেয়েই কার্যত ক্ষেপে ওঠেন দর্শকরা। এরপরই তারা স্টেডিয়ামে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসকে লাঠিচার্জও করতে হয়। একটি ক্রিকেট দলের বাসকে ২ নম্বর গেটের বদলে স্টেডিয়ামে ঢোকানো হয় ৪ নম্বর গেট দিয়ে। জানা গিয়েছে, বিপিএল-এ আজ দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী এবং বরিশাল। এছাড়া সন্ধ্যার ম্যাচে রংপুরের মুখোমুখি হবে ঢাকা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা