খেলা

সার্ভিসেস চূর্ণ, ফাইনালে বাংলা, সন্তোষ ট্রফিতে রবির ঝলক

বাংলা- ৪                                                 :                             সার্ভিসেস-২
(মনোতোষ, রবি-২, নরহরি )                               (বিকাশ, জুয়েল আত্মঘাতী)
       
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা। রবিবার হায়দরাবাদে প্রথম সেমি-ফাইনালে সার্ভিসেসকে ৪-২ গোলে হারাল সঞ্জয় সেন ব্রিগেড। আট বছর আগে (২০১৬-১৭ মরশুম) শেষবার খেতাব জেতে বাংলা। তারপর আরও দু’বার ফাইনালে উঠলেও কেরলের কাছে প্রতিবার হেরে স্বপ্নভঙ্গ হয় ৩২বারের চ্যাম্পিয়নদের। আগামী মঙ্গলবার মেগা ফাইনালে দক্ষিণী রাজ্যকে হারিয়ে তারই মধুর প্রতিশোধ নিতে মরিয়া রবি হাঁসদা-নরহরিরা। দিনের অপর সেমি-ফাইনালে মণিপুরের বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেয়েছে কেরল। 
রবিবার আক্রমণে গতি আনতে মনোতোষ মাঝি ও ইসরাফিল দেওয়ানকে শুরু থেকে মাঠে নামান সঞ্জয় সেন। কাঙ্ক্ষিত গোল আসে ১৬ মিনিটে। রবিলাল মান্ডির সেন্টার সার্ভিসেস ডিফেন্ডারের মাথায় লেগে ছিটকে বেরতেই ডান পায়ের আউট স্টেপে কামান দাগেন মনোতোষ (১-০)। চলতি টুর্নামেন্টে এটি অন্যতম সেরা গোল। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে নরহরির ছোট্ট চিপ রিসিভ করে দুরন্ত দক্ষতায় জাল কাঁপান রবি হাঁসদা (২-০)। উচ্ছ্বাস থামার আগেই ফের আঘাত হানে বাংলা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে এবার লক্ষ্যভেদ নরহরি শ্রেষ্ঠার (৩-০)।
সন্তোষ ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। নাছোড় মানসিকতা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় তারা। ৫৩ মিনিটে ব্যবধান কমান সার্ভিসেসের বিকাশ (৩-১)। এরপর ৭২ মিনিটে জুয়েলের আত্মঘাতী গোলে চাপে পড়ে যায় বাংলা (৩-২)। তবে অন্তিমলগ্নে প্রতি-আক্রমণে বাজিমাত রবির (৪-২)। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে ১১টি লক্ষ্যভেদ করেছেন এই বঙ্গ স্ট্রাইকার। সন্তোষ ট্রফির একটি আসরে বাংলার হয়ে সর্বাধিক গোলের রেকর্ডধারী মহম্মদ হাবিবকে স্পর্শ করলেন তিনি। ১৯৬৯ সালে ১১ বার লক্ষ্যভেদ করেছিলেন বড়ে মিঞা। ফাইনালে তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রবি হাঁসদার সামনে।
কঠিন বাধা উতরেও কোচ সঞ্জয় সেন নির্বিকার। তাঁর মন্তব্য, ‘খেতাব না জিতলে এগুলো সবই বিফলে যাবে।’ এদিকে, বাংলা দলকে উৎসাহ দিতে স্টেডিয়ামে হাজির ছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ও কর্তারা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা