রাজ্য

২১ অক্টোবর থেকে বিএডে শুরু দ্বিতীয় দফার কাউন্সেলিং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো এবং বন্যা পরিস্থিতি সর্বত্র স্বাভাবিক না হওয়ায় বিএড অ্যাডমিশনের দ্বিতীয় ধাপ দেরিতে শুরু করছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে অনলাইনের আবেদন প্রক্রিয়া। নতুন প্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে পছন্দসই কলেজ বাছাই করে ২৮ অক্টোবর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে প্রার্থীদের। ২ নভেম্বর প্রকাশিত হবে মেধা তালিকা। সেদিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। ভর্তির সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে তথ্য তুলে দিতে হবে। একই সূচি মেনে ভর্তি দ্বিতীয় দফার ভর্তি হবে ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএ.বিএড এবং বিএসসি.বিএড কোর্সেও। ভর্তির অব্যবহিত পরপরই কলেজগুলিকে শুরু করে দিতে হবে ক্লাস।
শুক্রবার পুজোর আগেই এই কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরামের দাবি ছিল, পুজোর আগে কাউন্সেলিং করা হলে ছাত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। তাছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন না। তাই নিজেদের সূচি পরিবর্তন করে এদিনই সংশোধিত সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলেজগুলি। প্রসঙ্গত, এ বছর বিএডে ভর্তির হার একেবারেই আশাব্যঞ্জক নয়। তাই দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা