দেশ

সেবির চেয়ারপার্সন মাধবীকে ডেকে পাঠাল পিএসি, বিরোধিতা বিজেপির

নয়াদিল্লি: শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে তলব করল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। ২৪ অক্টোবরের মধ্যে তাঁকে পিএসি সদস্যদের মুখোমুখি হতে হবে। মাধবীর সঙ্গেই ডেকে পাঠানো হয়েছে অর্থনীতি ও রাজস্ব বিষয়ক দপ্তরের একাধিক আধিকারিককে। পিএসির এই সিদ্ধান্ত সামনে আসা মাত্র সুর চড়িয়েছে বিজেপি। দলের সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, একটি ‘অস্তিত্বহীন’ বিষয় নিয়ে চর্চা করে চলেছেন পিএসি চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল। তিনি কেন্দ্রীয় সরকারের মানহানি করার চেষ্টা করছেন। বেণুগোপাল পদের অপব্যবহার করছেন বলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগও জানিয়েছেন নিশিকান্ত। তাঁর দাবি, দেশের আর্থিক উন্নতি ঠেকাতে পিএসিকে হাতিয়ার করছে বিরোধীরা। কমিটিতে এনডিএ’র সদস্য বেশি। তাঁরা বেণুগোপালকে সর্বশক্তি দিয়ে বাধা দেবেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন বিজেপি সাংসদ।
মাধবী ও তাঁর স্বামী ধভল বুচের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে। কংগ্রেসের দাবি, দু’জনে প্রায় ৮ কোটি টাকা বেআইনিভাবে উপার্জন করেছেন। পাশাপাশি স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছে সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে। তাঁকে ডেকে পাঠানোর জন্য পিএসির চেয়ারম্যান কংগ্রেসের কে সি বেণুগোপালকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। মাধবী ইস্যু ছাড়াও ৩২ হাজার কোটি টাকার জিএসটি দুর্নীতি নিয়ে তদন্তে আগ্রহী কমিটি। সেই কারণে তলব করা হয়েছে রাজস্ব দপ্তরের আধিকারিকদের। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা