শিবাজী চক্রবর্তী, কলকাতা: ম্যাচ শুরুর আগে মোহন বাগান গ্যালারিতে মুঠো মুঠো আবেগের বিস্ফোরণ। আবির উড়িয়ে মোলিনা ব্রিগেডকে স্বাগত জানালেন সমর্থকরা। বৃষ্টিভেজা ভারী মাঠে তাদের পয়সা উসুল। স্টুয়ার্ট, লিস্টনদের দাপটে ছারখার মহমেডান স্পোর্টিং। মোলিনা ব্রিগেডের দুরন্ত পাসিং ফুটবল যেন সমর্থকদের পুজো বোনাস। নাচতে নাচতে বাড়ি ফিরলেন তাঁরা। পুজোর পরেই ডার্বি। মোহন বাগানের টিম বাস ঘিরে পাঁচ গোলের আব্দার। এদিনের জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট মোহন বাগানের । অন্যদিকে সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে মহমেডান। ম্যাচের আগে কথার ফুলঝুরি ছোটানো সাদা-কালো কর্তারা যত তাড়াতড়ি বুঝবেন ততই মঙ্গল।
মোলিনা জমানায় সেরা ম্যাচটা এদিনই খেলল মোহন বাগান। আগের ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে সবুজ-মেরুন ব্রিগেড। মিনি ডার্বির আগে তাই বেশ চাপে ছিলেন হোসে মোলিনা। ভঙ্গুর রক্ষণ সামলাতে শুরুতে চার ডিফেন্ডারের ফর্মেশনে ফেরেন স্প্যানিশ হেড স্যার। একটু উপরে অনিরুদ্ধ থাপা আর আপুইয়া। দুই উইং-হাফ লিস্টন ও মনবীরের সঙ্গে প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টকে ফ্রি জোনে ব্যবহার করলেন মোলিনা। অন্যদিকে পরিচিত ৪-৪-২ স্ট্র্যাটেজিতেই দল সাজান আন্দ্রে চেরনিশভ। প্রেসিং ফুটবলে শুরুতে গতির ঝড় তোলাই তাঁর লক্ষ্য ছিল। কাসিমভ, আলেক্সিসরা তেড়েফুঁড়ে শুরু করলেও প্রথম আঘাত হানে মোহন বাগানই। ম্যাচের ৮ মিনিটে লিস্টনের কর্নার গ্রেগ স্টুয়ার্ট ব্যাক ফ্লিক করলে বল চলে আসে অরক্ষিত ম্যাকলারেনের কাছে। হেডে জাল কাঁপাতে ভুল হয়নি তাঁর (১-০)। শুরুর ধাক্কায় খেই হারাল সাদা-কালো ব্রিগেড। মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন আলেক্সিসও। অন্যদিকে আলবার্তোর নেতৃত্বে মোহন বাগান রক্ষণ অনেক গোছানো। ব্রাজিলিয়ান ফ্রাঙ্কাকে নড়তেই দেননি আলড্রেড। এর মধ্যেই ৩১ মিনিটে ব্যবধান বাড়ান শুভাশিস বসু। তার আগে অভিজ্ঞ ডিফেন্ডারকে ফাউল করেন আদজা। স্টুয়ার্টের কম্পাসে মাপা বাঁক খাওয়ানো ফ্রি-কিক থেকে শুভাশিসের জোরালো ড্রপ হেড রুখতে ব্যর্থ পদম ছেত্রী (২-০)। এতদিন অধিকাংশ ফ্রি-কিক নিতেন পেত্রাতোস। শনিবার গ্রেগ স্টুয়ার্টের সৌজন্যে ডেডবল মুভের ক্ষেত্রেও অনেক ঝকঝকে মোহন বাগান। দ্বিতীয় গোলের ছ’মিনিটের মধ্যেই স্টুয়ার্টের লক্ষ্যভেদ। প্রায় ২০ গজের সোলো রানে আদজাকে টলিয়ে ডান পায়ে দুরন্ত ফিনিশ তাঁর (৩-০)।
তিন গোল হজমের পর কামব্যাক খুবই কঠিন। মরিয়া সাদা-কালো কোচ একসঙ্গে তিনটি পরিবর্তন করলেন। কিন্তু দলের অধিকাংশই তরুণ ফুটবলার। আইএসলে খেলার অভিজ্ঞতা নেই। হাঁকপাক, দৌড়োদৌড়ি সার। বরং ৬২ মিনিটে সিটার নষ্ট করলেন লিস্টন। এরপর সুযোগ তৈরি করে নিয়েছিলেন স্টুয়ার্ট। তাঁর আঁকাবাঁকা ড্রিবলে তছনছ মহমেডান রক্ষণ। কিন্তু নন-কিকিং ফুট পিছলে যাওয়ায় স্টুয়ার্টের শট বাইরে যায়। এই পর্বে পেত্রাতোস-সুহেলরা নামলেও সুযোগ নষ্টের কারণে ব্যবধান বাড়েনি।
মোহন বাগান: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড, শুভাশিস, আপুইয়া, অনিরুদ্ধ (টাংরি), স্টুয়ার্ট (আশিক), লিস্টন, মনবীর (সুহেল) ও ম্যাকলারেন (পেত্রাতোস)।
মহমেডান স্পোর্টিং: পদম, জুডিকা (সামাদ), বোরা, আদজা, আদিঙ্গা, কাসিমভ, আলেক্সিস, রেমসাঙ্গা, অমরজিৎ (লালরিনফেলা), মাকন (বিকাশ) ও ফ্রাঙ্কা (মানজোকি)।
মোহন বাগান- ৩ : মহমেডান- ০
(ম্যাকলারেন, শুভাশিস, স্টুয়ার্ট)