কলকাতা

উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগনের কারখানায় তৈরি হবে পুনে মেট্রোর অত্যাধুনিক কোচ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় মেট্রো রেলের নয়া দিগন্ত খুলে যেতে চলেছে এই বাংলা থেকে। সেই সঙ্গে এ রাজ্যের শিল্পক্ষেত্রে যুক্ত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের সবচেয়ে আধুনিক মেট্রো পেতে চলেছে মহারাষ্ট্রের পুনে। প্রস্তাবিত এই মেট্রোর কোচ তৈরি হবে পশ্চিমবঙ্গে। এ রাজ্যের শিল্পসংস্থা টিটাগড় ওয়াগন পুনে মেট্রোর কোচগুলি তৈরি করবে। আর সেগুলি বানানো হবে হুগলির উত্তরপাড়ায়। ইতালিয়ান ও দেশীয় প্রযুক্তির মিশেলে তৈরি হবে এই অত্যাধুনিক কোচ। হুগলি জেলার উত্তরপাড়ার কাছে কোচ ফ্যাক্টরির হওয়ার কথা। পুনে মেট্রোর যাবতীয় কোচের বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন। প্রাথমিকভাবে ইতালিতে তৈরি কয়েকটি কোচ এসে পৌঁছেছে। সেই আদলে এবার উত্তরপাড়ার ফ্ল্যাক্টরিতে সমস্ত কোচ তৈরি হবে। সম্প্রতি রেলবোর্ড সূত্রে এই খবর জানা গিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানকে সামনে রেখে ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে ব্যাপক প্রচারও চলছে। কিন্তু দেশের প্রথম মেট্রো শহর কলকাতার জন্য ইতিমধ্যে তিনটি রেক এসেছে চীন থেকে। ডালিয়ান সেই রেকগুলি কার্যত খোঁড়াচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোপথে। এই আবহে পুনে মেট্রোর জন্য বাংলায় রেক তৈরির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।     
এদিকে, এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বাংলার শিল্পমহল। হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছে তারা। সূত্রের খবর, দেশে এই ধরনের উন্নতমানের কোচ কখনও তৈরি হয়নি। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে কোচগুলি, যা সাধারণ মেট্রো কোচের চেয়ে অপেক্ষাকৃত হালকা এবং পরিবেশবান্ধব। সংস্থা সূত্রে দাবি, এই কোচের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কোচগুলির ভিতরে জায়গাও তুলনায় অনেকটাই বেশি। হ্যান্ডেল রয়েছে সুবিধাজনক উচ্চতায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে থাকবে একাধিক ব্যবস্থা। যেমন, দরজায় কিছু আটকে গেলে ট্রেন চালু হবে না। কামরায় থাকবে সর্বাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যাত্রীদের বসার আসন হবে আরও আরামদায়ক। থাকছে হুইল চেয়ার রাখার ব্যবস্থাও। গোটা কামরায় থাকবে একাধিক সিসি ক্যামেরা। সেগুলির ছবি সরাসরি দেখতে পাবেন মোটরম্যানরা। পুনে মেট্রোর কোচের বাইরের রং হবে নীল ও গোলাপি। আপাতত জোরকদমে সেই কাজই চলছে ইতালির মিলানে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা