খেলা

হারের ধাক্কা সামলে ছন্দে ফেরার চ্যালেঞ্জ স্মৃতিদের

দুবাই: খেলার মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই মর্যাদার টক্কর। এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনায় খামতি থাকে না। মহিলাদের টি-২০ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটছে না। দুবাইয়ে রবিবারের ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছেন হরমনপ্রীত কাউররা। তাই পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়া঩তে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
দুই ফরম্যাট মিলিয়ে বেশ কয়েকবার ফাইনাল খেললেও কখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ভারতের প্রমীলা বাহিনী। এবার স্বপ্নপূরণে বদ্ধপরিকর স্মৃতি মান্ধানারা। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ায় বেশ চাপে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং— তিন বিভাগেই ছন্নছাড়া দেখিয়েছে দলকে। ৫৮ রানে হারের জেরে গ্রুপ-এ’র তলানিতে ওমেন ইন ব্লু। সবচেয়ে বড় ব্যাপার ভারতের রান রেট এখন মাইনাস ২.৯। পরের তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার পাশাপাশি রান রেটও বাড়িয়ে রাখতে হবে হরমনপ্রীতদের। কারণ গ্রুপের সেরা দু’টি দলই শেষ চারে কোয়ালিফাই করবে। চাপ কাটাতে দলকে এদিন দুবাইয়ে অবস্থিত আইসিসি অ্যাকাডেমিতে ফুটবল খেলালেন কোচ অমল মুজুমদার। পরে জেমাইমা, রিচা, স্মৃতিদের সঙ্গে আলাদা করে কথাও বলতে দেখা যায় কোচকে। ফান গেমে অংশ নিলেও ক্যাপ্টেন হরমনপ্রীতের চোখেমুখে চাপের প্রতিচ্ছবি ছিল স্পষ্ট। সেটা কাটিয়েই রবিবারের মর্যাদার লড়াইয়ে সেরাটা মেলে ধরতে হবে তাঁদের।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের পরিসংখ্যান অবশ্য খুবই ভালো। টি-২০’তে মোট ১৫ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছেন মান্ধানারা। আর এই ফরম্যাটের বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎকারে ভারতের পক্ষে পরিসংখ্যান ৫-২। তাই মনস্তাত্বিকভাবে এগিয়ে থেকেই রবিবার মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্যাচ জেতার সুবাদে পাক শিবিরও আত্মবিশ্বাসে ফুটছে। তাই এই ম্যাচ হরমনপ্রীতদের কাছে অগ্নিপরীক্ষাই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন পেসারে খেলার সিদ্ধান্ত বুমেরাং হয়েছিল। তাছাড়া দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পূজা বস্ত্রাকারকে মাত্র ১ ওভার বল করিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত। তাই বাঁ হাতি স্পিনার রাধা যাদবকে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হতে পারে। শ্রেয়াঙ্কা পাতিলের হাল্কা চোট রয়েছে। তিনি এই ম্যাচে অনিশ্চিত। তবে ঘুরে দাঁড়াতে হলে ভারতের ব্যাটিং লাইন-আপে উন্নতির প্রয়োজন। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষদের বাড়তি দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, পাকিস্তানের ক্যাপ্টেন ফাতিমা সানা ফর্মে আছেন। তাঁর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ভারতকে।
ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টসে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা