রাজ্য

আজ থেকে কমবে বৃষ্টি, পুজোয় দুর্যোগের শঙ্কা নেই 
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসেবে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এদিনও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার সিমলাপালের আধারিয়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে এদিন। তবে দক্ষিণবঙ্গে শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ কমেছে। আজ, রবিবার বৃষ্টি আরও কমবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। উত্তর ও দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে  দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।
পুজোর মুখে শনিবারও বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের উদ্বেগ বাড়ছে। তবে আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন, রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতির আশঙ্কা এখনও পর্যন্ত নেই। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটির প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে পুজোর আগে বাংলা থেকে বর্ষাকাল বিদায়ের আশা খুব একটা নেই। দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া যেভাবে এগচ্ছে, তাতে এ রাজ্যে পুজোর দিনগুলিতেও আবহাওয়াগতভাবে বর্ষাকাল থাকবে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়  স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে পুজোর সময় কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পও বেশি মাত্রায় আছে। তাই পুজোর সময় ভ্যাপসা অস্বস্তিকর গরম থাকবে। শনিবার ঘূর্ণাবর্তটির অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি এর সঙ্গে মিশে যায়। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত হয়ে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। সেই কারণে এদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত ঝিরিঝিরে বৃষ্টি চলে। বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১১.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিন। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা