দেশ

হরিয়ানার বিধানসভা নির্বাচন নির্বিঘ্নেই, ভোট পড়ল ৬১ শতাংশ

চণ্ডীগড়: নির্বিঘ্নেই মিটল হরিয়ানার বিধানসভা নির্বাচন। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে ভোটদানের হার ছিল প্রায় ৬১ শতাংশ। মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, কোনও অশান্তি ছাড়াই সমাপ্ত হয়েছে ভোট প্রক্রিয়া। নির্বাচন চলাকালীনই জল্পনা ছড়ায় যে, ভারতের ‘ধনীতম মহিলা’ সাবিত্রী জিন্দালকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। তিনি হিসারের প্রাক্তন বিধায়ক। তাঁকে এবার প্রার্থী করেনি গেরুয়া শিবির। তারপরই নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামেন সাবিত্রী। এদিন বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল বারোলি একটি প্রেস নোট জারি করে জানান, যে সব নেতানেত্রী নির্বাচনে নির্দল হিসেবে লড়াই করছেন, তাঁদের ছয় বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। সেখানে সাবিত্রী ছাড়াও আরও তিন বিজেপি নেতার নাম ছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও পরে রাজ্য বিজেপির তরফে স্পষ্ট করা হয় যে, কোনও নেতানেত্রীকেই বহিষ্কার করা হয়নি। সাবিত্রীও জানান, বহিষ্কারের বিষয়ে তিনি কিছু জানেন না। সাবিত্রীর ছেলে তথা কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নবীন জিন্দাল এদিন ঘোড়ায় চেপে ভোট দিতে আসেন।
ভোটের আগে নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দাবি করে গেরুয়া শিবিরের অস্বস্তির বাড়িয়ে ছিলেন বর্ষীয়ান নেতা তথা ছয়বারের বিধায়ক অনিল ভিজ। বিজেপির তরফে স্পষ্ট করে দেওয়া হয় যে, তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নায়েব সিং সায়নিই। এদিন অবশ্য অনিল ভিজের গলায় কোনও ‘বিদ্রোহে’র সুর শোনা যায়নি। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আর কোনওদিন দলের নির্দেশ অমান্য করব না।’ নির্বাচন কমিশনের জেলাওয়াড়ি হিসেব অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত পালওয়ালে ভোট পড়েছে ৬৭.৬৯ শতাংশ। আম্বালায় ভোটদানের হার ৬২.২৬ শতাংশ। গুরুগ্রাম ও হিসারে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৯৭ শতাংশ ও ৬৪.১৬ শতাংশ। আম্বালার নারায়ণগড়ে গ্রামের বাড়িতে ভোট দেন মুখ্যমন্ত্রী সাইনি। ভোট দেওয়ার আগে তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্রমাগত দলিত সম্প্রদায়কে অপমান করছে। দলিতদের জন্য কংগ্রেস কোনও উদ্যোগ নেয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ভোট দেন কার্নালে। জুলানার কংগ্রেস প্রার্থী তথা কুস্তিগীর ভিনেশ ফোগাটও ইভিএমে বোতাম টেপার পর হরিয়ানায় পরিবর্তনের ডাক দেন। ঝাজ্জর জেলার গোরিয়া গ্রামে ভোট দেন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী মনু ভাকের।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা