দেশ

মহারাষ্ট্রে বিজেপিকে বিঁধতে রাহুলের অস্ত্র শিবাজি মহারাজ

কোলাপুর: ভোটমুখী মহারাষ্ট্রে বিজেপিকে বিঁধতে শিবাজি মহারাজকেই হাতিয়ার করলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, যারা সংবিধান ধ্বংস করে, মানুষকে ভয় দেখায়, তাদের শিবাজি-পুজো মানায় না।  শনিবার পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। তার আগে শিবাজি মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন কংগ্রেস সাংসদ। রাহুল বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার পর শিবাজি মহারাজের কাছে মাথা নত করছে বিজেপি। এতে কোনও লাভ হবে না।’ রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাহুল। সিন্ধুদূর্গ জেলায় প্রধানমন্ত্রীর উদ্বোধন করা শিবাজির মূর্তি ভেঙে পড়েছিল। সেজন্য পরে ক্ষমাও চেয়েছিলেন মোদি। বলেছিলেন, শিবাজি মহারাজ শুধুমাত্র কোনও একজন রাজার নাম নয়, আমাদের কাছে তিনি দেবতা। আজ আমি সেই দেবতার পদতলে মাথা নত করছি। তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন রাহুল। তিনি বলেন, দেশের দু’ধরনের আদর্শ রয়েছে। প্রথমটি,  সংবিধান রক্ষার। যেখানে সমতা ও একতাই প্রাধান্য পায়। সেটিই শিবাজি মহারাজের আদর্শ। দ্বিতীয়টি হল, সংবিধান ধ্বংসের। এদিন বিজেপিকে নিশানা করে সোনিয়া-পুত্র বলেন, শিবাজির মূর্তির সামনে প্রার্থনা করলে, আপনাকে সংবিধানকেও রক্ষা করতে হবে। রাহুল আরও বলেন, বিজেপি শিবাজির মূর্তি তৈরি করেছিল। কিন্তু, কিছুদিনের মধ্যেই তা ভেঙে পড়ল। আসলে ওদের উদ্দেশ্যে সৎ ছিল না।   এদিন ফের জাতিগত গণনা নিয়ে সুর চড়িয়েছেন রাহুল। বলেছেন, স্কুলজীবনে কখনই তিনি দলিত ও অনগ্রসর জাতির ইতিহাস পড়েননি। যতটুকুও ছিল, তাও বই থেকে মুছে ফেলা হচ্ছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা