বিদেশ

ইজরায়েলি হামলায় খতম নাসরাল্লার উত্তরসূরি সফিউদ্দিন, দাবি রিপোর্টে

বেইরুট: লেবাননের দক্ষিণ বেইরুটে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার উত্তরসূরি হাশেম সফিউদ্দিন। শনিবার বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম। এখন পর্যন্ত এবিষয় সরকারিভাবে কোনও ঘোষণা করেনি ইজরায়েল।হিজবুল্লা সূত্রেও কিছু জানানো হয়নি। 
 সৌদি আরবের সংবাদমাধ্যম আল হাদাতের দাবি, শনিবার ভোররাতে বেইরুটের দাহিয়ে শহরতলিতে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। মাটির নীচের বাঙ্কারে ছিলেন সফিউদ্দিন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে আল হাদাতের দাবি।  মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ইজরায়েলের তিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার সফিউদ্দিনের বাঙ্কারে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। তবে তাতে নয়া হিজবুল্লা প্রধানের মৃত্যু হয়েছে কি না সেবিষয় কিছু জানাননি তাঁরা। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই লেবাননে হামলার ঝাঁঝ বাড়িয়েছে ইজরায়েল। লাগাতার বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেইরুট। গোটা দেশে মৃত্যু সংখ্যা দু’হাজার পেরিয়ে গিয়েছে। তারমধ্যে অধিকাংশরই মৃত্যু হয়েছে গত দু’সপ্তাহে। ইজরায়েলের চলতি হামলায় লেবাননে ঘরছাড়া ১২ লক্ষের বেশি মানুষ। 
আগামী কাল সোমবার গাজায় ইজরায়েলের সামরিক অভিযানের বর্ষপূর্তি। বর্তমানে লেবানন যেন একই চেহারা নিয়েছে। আকাশে যুদ্ধের কালো মেঘ। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনকে খতম করতে সেখানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইজরায়েল। নেতানিয়াহু বাহিনীর লাগাতার হামলায় হিজবুল্লার সদস্যদের পাশাপাশি মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ২৬১ মহিলা ও ১২৭ শিশু।  আহত কমপক্ষে ৯ হাজার ৫২৬। হাসপাতালগুলিতে উপচে পড়ছে আহতদের ভিড়। রাস্তায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। মৃত্যুর হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে প্রতিবেশী সিরিয়া ও  ত্রিপোলিতে পালিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ।    
এদিকে, ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আক্রমণে লেবাননে দুই হামাস যোদ্ধার মৃত্যু হয়েছে। নিহতরা লেবাননে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সদস্য। কাসাম ব্রিগেডও তাদের দুই সদস্যের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা