কলকাতা

পাণ্ডুয়ার জালনোট কাণ্ডে প্রিন্টার, ল্যাপটপ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ায় জালনোট কাণ্ডের তদন্তে নেমে আরও কিছু নোট উদ্ধার করল পুলিস। সেই সঙ্গে জালনোট তৈরির প্রিন্টার, একটি ল্যাপটপ সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের গোপন ডেরায় তল্লাশি চালিয়ে জালনোট তৈরির উপকরণ ও যন্ত্রপাতি পুলিস বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। শনিবার পুলিসকর্তারা দাবি করেছেন, সাধারণ প্রিন্টার মেশিনের মাধ্যমেই জালনোট তৈরি করা হচ্ছিল। নোটগুলি খুব উন্নতমানেরও নয়। তবে প্রাথমিকভাবে ৫০ টাকার জালনোট তৈরি করা হলেও পরবর্তীতে আরও বড় নোট তৈরির পরিকল্পনা ছিল ধৃতদের। হুগলি (গ্রামীণ) পুলিস জানিয়েছে, ধৃতদের ডেরা থেকে ২৯টি ৫০টাকার জালনোট পাওয়া গিয়েছে। জেরার মুখে নোট তৈরির পদ্ধতি নিয়ে ধৃতরা বিশদ বিবৃতি দিয়েছে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর পাণ্ডুয়ার চৌবেরা বাজার থেকে তিনজনকে জালনোট ছড়ানোর অভিযোগে পুলিস গ্রেপ্তার করেছিল। ধৃত তিনজনই দিনমজুর এবং পাণ্ডুয়ারই বাসিন্দা। পরে আরমান শেখ, নাজিমুদ্দিন শেখ ও রোহন শেখ নামে ওই তিন যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তারপরই জালনোট তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হয়। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা