কলকাতা

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ ঘরের ভিতর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির ভিতর থেকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে হাওড়ার আন্দুল পূর্বপাড়ায়। মৃতের নাম কুণাল ভট্টাচার্য (৬০)। তিনি অবিবাহিত ছিলেন বলে জানা গিয়েছে। বাড়ির একটি অংশে কুণালবাবু থাকতেন, অন্য অংশে তাঁর মৃত ভাইয়ের স্ত্রী নাবালক সন্তানকে নিয়ে থাকেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিস। সম্পত্তি নিয়ে বিবাদের কারণে বৃদ্ধকে খুন করা হতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।
সাঁকরাইল থানার আন্দুল পূর্বপাড়ার রাজবাড়ি এলাকায় থাকতেন বৃদ্ধ কুণালবাবু। শারীরিকভাবে সক্ষম ছিলেন না তিনি। আগে ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত থাকলেও ইদানীং কাজকর্ম কিছুই করতেন না। বছর দুয়েক আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়। বাড়ির একটি অংশে কুণালবাবু একাই থাকতেন। এদিন সকালে কুণালবাবুর এক বোন তাঁকে ডাকতে এসেছিলেন। ঘরের দরজা খুলে তিনি দেখেন, কুণালবাবু হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বিছানার উপর মৃত অবস্থায় পড়ে। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, বৃদ্ধের হাত, পা ভাল করে বাঁধার পর সেলোটেপ দিয়ে তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর সম্ভবত বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করা হয়েছে। সম্পত্তির জন্য বিবাদ বা পারিবারিক বচসা থেকে এই খুনের ঘটনা হতে পারে বলে মনে করছে পুলিস। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাড়িটি সিল করা হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃদ্ধের এমন মৃত্যুর ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। সুখেন চট্টোপাধ্যায় নামে এক প্রতিবেশী বলেন, এলাকায় কুণালবাবু নির্বিবাদী মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। বাড়িতেও কখনও অশান্তি ছিল না। বিশেষভাবে সক্ষম ছিলেন বলেই বিয়ে করেননি তিনি। তাঁকে এভাবে কেউ খুন করতে পারে বলে ভাবতেই পারছি না।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা