রাজ্য

রেশন ব্যবস্থার সংস্কারে ১৫ সদস্যের ওয়ার্কিং গ্রুপ তৈরি করল নীতি আয়োগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের রেশন ব্যবস্থার সংস্কারের জন্য ১৫ সদস্যের ওয়ার্কিং গ্রুপ তৈরি করল নীতি আয়োগ। রেশন দোকানগুলিকে ‘জন পোষণ কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণই এই ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে সাধারণ মানুষকে সস্তায় পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহের পাশাপাশি রেশন দোকানগুলিকে আর্থিকভাবে আরও স্বনির্ভর করা যাবে বলে মনে করছে নীতি আয়োগ। রেশন দোকান থেকে এখন শুধু চাল-গম প্রভৃতি খাদ্যশস্য গ্রাহকদের দেওয়া হয়। এতে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিবদের খাদ্য নিরাপত্তার অনেকটাই সুনিশ্চিত করা গেলেও পুষ্টির অভাব থেকে যাচ্ছে। গরিব মানুষের মধ্যে পুষ্টির অভাবের বিষয়টি সরকারি সমীক্ষায় উঠে এসেছে। রেশন দোকানগুলিকে ‘জন পোষণ কেন্দ্র’ হিসেবে গড়ে তুলে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন ধরনের খাদ্য কম দামে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রাজ্যে ৮০টি মডেল ‘জন পোষণ কেন্দ্র’ চালুও হয়েছে। আগামী দিনে এই সংখ্যা পর্যায়ক্রমে বাড়িয়ে দেশের ৫ লক্ষ ৩০ হাজার রেশন দোকানের সবক’টিতেই এই কেন্দ্র চালু করা হবে। এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, ওয়ার্কিং গ্রুপ তা খতিয়ে দেখবে। গ্রুপের চেয়ারম্যান করা হয়েছে নীতি আয়োগের সদস্য রমেশ চাঁদকে। খাদ্য সহ চারটি মন্ত্রকের সচিবকেও রাখা হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও তেলেঙ্গানা সরকারের প্রতিনিধিরা ওয়ার্কিং গ্রুপে থাকবেন। রেশন ডিলারদের সংগঠন  অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একজন করে প্রতিনিধি থাকছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, এই প্রথম নীতি  আয়োগের মতো সংস্থা রেশন ব্যবস্থা সংস্কারের জন্য সক্রিয় হল। প্রসঙ্গত, রেশন ডিলাররা এখনও আয়ের জন্য সরকারের কাছ থেকে পাওয়া কমিশনের উপর পুরোপুরি নির্ভরশীল। সরকারি উদ্যোগে পুষ্টিযুক্ত খাদ্যসামগ্রী কম দামে রেশনে সরবরাহ করা হলে তা বিক্রি করে ডিলারদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা