রাজ্য

রাজ্যের পর্যটনে ভর করে গ্রীষ্মে রেকর্ড আয় বৃদ্ধি পূর্ব রেলের

সুদীপ্ত কুণ্ডু, রানাঘাট: তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে গোটা রাজ্য, সেই সময়েই রেকর্ড আয় বৃদ্ধির নজির গড়ল পূর্ব রেল। সৌজন্যে পায়ের তলায় সর্ষে রাখা বাঙালি! তীব্র গরমের মধ্যেই দলে দলে মানুষ পাহাড়, জঙ্গলে ছুটে গিয়েছেন পর্যটনে। যাতায়াতের ক্ষেত্রে তাঁদের ভরসা ছিল রেল। পূর্ব রেলের এক মাসের টিকিট বিক্রির পরিসংখ্যানেই বিষয়টি স্পষ্ট হয়েছে। গত বছর মে মাসের তুলনায় এ  বছর মে মাসে দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রি খাতে পূর্ব রেলের আয় বেড়েছে প্রায় ৬ কোটি টাকা। এই অবস্থায় পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য এখন থেকেই টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে বলে খবর। বেশ কিছু ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই ‘ট্রেন্ড’ মাথায় রেখে পুজোর ছুটির সময় বাড়তি কয়েকটি ট্রেন চালানোর দাবি তুলছেন ট্যুর অপারেটররা। 
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের মে মাসে ৩০২.৬১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবার মে মাসে টিকিট বিক্রি হয়েছে ৩০৮.১২ কোটি টাকার। শৈলশহর দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। কারণ, প্রখর দাবদাহ থেকে ক্ষণিকের স্বস্তি পেতে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দলে দলে মানুষ দাজিংলিং, ডুয়ার্সে রওনা হয়েছিলেন। গরমের ছুটিতে যাত্রীদের চাপের কথা মাথায় রেখে কলকাতা, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাতে বাধ্য হয় রেল। তারা জানাচ্ছে, মে মাসে উত্তরবঙ্গগামী দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনগুলির সংরক্ষিত কামরা সবসময় পূর্ণ ছিল। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে একদিনের জন্যও কোনও আসন ফাঁকা ছিল না। তাছাড়া ইউটিএস, এটিভিএম মেশিন থেকে যাত্রীরা সহজেই টিকিট কাটতে পেরেছেন। সব মিলিয়ে আয় ৬ কোটি বেড়েছে বলে মনে করছে রেল। সূত্রের খবর, এই অভিজ্ঞতার ভিত্তিতে বছরের বিশেষ বিশেষ সময়ে একাধিক শাখায় স্পেশাল ট্রেন চালানোর কথা ভাবছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘রেকর্ড আয়বৃদ্ধির এই মাইলস্টোন আগামী দিনে যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালানো ও পরিকাঠামো উন্নয়নে আমাদের সাহায্য করবে।’ নীলাঞ্জন সেনগুপ্ত নামে শান্তিপুরের এক ট্যুর অপারেটর বলেন, ‘সারা বছরই উত্তরবঙ্গগামী ট্রেনগুলির সংরক্ষিত কামরায় টিকিটের চাহিদা বেশি থাকে। এবার গরমে সেই চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। পুজোর ছুটিতেও একই পরিস্থিতি হতে চলেছে। রেলের কাছে আমাদের অনুরোধ, ওই সময় কিছু বাড়তি ট্রেন চালানো হোক। এতে রেলের আয় যেমন বাড়বে, তেমনই আমাদের মতো পর্যটন ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। হতাশ হতে হবে না ভ্রমণপিপাসুদের।’
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা