কলকাতা

হঠাৎ উত্তাল সমুদ্র, ইলিশ ধরার অনুকূল পরিস্থিতিতেও উপকূলেই দাঁড়িয়ে ট্রলার

সংবাদদাতা, কাকদ্বীপ: টানা তিনদিন মেঘলা হয়ে রয়েছে আকাশ। সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি। তবে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু এখন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ, সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে উঠেছে। পাড়ে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এই পরিস্থিতিতে জাল ফেলাতো দূরের কথা, সমুদ্রে ট্রলার দাঁড় করাতেই পারা যাচ্ছে না বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা। অগত্যা উপকূলের কাছাকাছি এলাকায় নোঙর করে দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলি।
রজত দাস নামে এক মৎস্যজীবী বলেন, ‘মাত্র দু’বার সমুদ্রে মাছ ধরতে যেতে পেরেছি। ইলিশও খুব বেশি পাওয়া যায়নি। গত তিনদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে ইলিশ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু হঠাৎই সমুদ্র এতটা উত্তাল হয়ে উঠেছে যে ট্রলার নিয়ে সমুদ্রে দাঁড়ানো যাচ্ছে না। সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া সম্ভব নয়।’ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘গত দু’দিন ধরে মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রলারগুলি সীতারামপুর, হরিপুর ও কেঁদুয়া দ্বীপের কাছে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে।’ তবে মৎস্যজীবীরা আশাবাদী, টানা বৃষ্টির কারণে সমুদ্রের জলের নোনা ভাব অনেকটাই কেটে গিয়েছে। মিষ্টি জলের জোগান বাড়ছে। সব মিলিয়ে সমুদ্রে ভালো পরিমাণে ইলিশ পাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সমুদ্র শান্ত হলেই এর সুফল মিলতে পারে। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা