খেলা

ইউরোয় রোনাল্ডোর ব্যর্থতায় ফের শুরু অবসরের জল্পনা

হামবুর্গ: পেনাল্টি স্পটে বল বসানোর পর পিছিয়ে গেলেন কয়েক পা। কোমরে দু’হাত, চকিতে দেখে নিলেন প্রতিপক্ষের জাল। বুকভরা দম নিয়ে চোখ বন্ধ করে ক্ষণিকের অপেক্ষা। রেফারি বাঁশি বাজাতেই  ধীর লয়ে কিক নিতে ছুটলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। গ্যালারি জুড়ে মোবাইল ফোনের দুধসাদা আলোর মায়াজাল। ভিডিও মোড অন করা ভক্তদের শিরদাঁড়ায় তিরতিরে আবেগের স্রোত। ছোট্ট প্লেসিংয়ে ফরাসি গোলরক্ষকের ডানদিক দিয়ে জাল কাঁপালেন সিআরসেভেন। টেলিভিশন ক্যামেরার জুমে ধরা সিআরসেভেনের মুখায়বে আবেগের চেয়ে স্বস্তি বেশি। বিড়বিড় করা ঠোঁটের ভাষা লিপ রিডারের গবেষণার টপিক হতেই পারে। হাতের ইশারায় স্পষ্ট ইঙ্গিত, কাম ডাউন। ম্যাচ এখনও বাকি। না, শেষরক্ষায় ব্যর্থ পর্তুগাল। ফ্রান্সের কাছে টাই-ব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে ইউসেবিওর দেশ।  শূন্য হাতে মেগাস্টারের বিদায়ে দীর্ঘ হয় মনখারাপ। তবু বাস্তবকে মানতেই হয়। ‘দেহ পট সনে নট, সকলই হারায়’— নির্মম বাস্তব যে আবেগ মানে না।
ইউরো কাপে ১৪ গোলের মালিক ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। দ্বিতীয় স্থানে থাকা ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির চেয়ে পাঁচ গোল এগিয়ে রোনাল্ডো। তবে কেরিয়ারের গোধূলিতে ব্যর্থতার কাঁটায় রোনাল্ডো রিক্ত, ক্ষতবিক্ষত। চলতি টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলেও অধরা লক্ষ্যভেদ। চিরবিশ্বস্ত ফ্রি-কিক বেলুনের মতো উড়েছে গ্যালারিতে। দুর্বল হেড দিশাভ্রষ্ট। ২০১২ আর ২০২০ সালের ইউরোর সর্বাধিক স্কোরার কি গোলের বুট দেশে ফেলে এলেন? স্প্রিংয়ের মতো ফিটনেসে থাবা বসিয়েছে বয়স। মন চাইলেও সঠিক জায়গায় পৌঁছতে পারেননি রোনাল্ডো। মোক্ষম সময়ে জায়গা জোড়া করেছে প্রতিপক্ষ ডিফেন্স। ফাঁদে পড়া পাখির মতো ছটফট করলেন সিআরসেভেন। সবুজ ঘাসে ডানা মেলে ওড়ার পথ রইল বন্ধ। বিশ্বকাপ এখনও বেশ দূর। কী করবেন রোনাল্ডো? ইউরোয় বিসর্জনের শেষ প্রহরেই আরও জোরদার সেই চর্চা। ম্যাচের পর হতাশ রোনাল্ডোর মন্তব্য, ‘ব্যর্থতা কুরে কুরে খাচ্ছে। এই বিদায় মানা যায় না।’
পর্তুগালকে ছিটকে দিয়ে শেষ চারে স্পেনের মুখোমুখি ফ্রান্স। অবাক করা তথ্য, টুর্নামেন্ট এখনও ফিল্ড গোল করতে ব্যর্থ ফরাসিরা। পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে জাল কাঁপান এমবাপে। বাকি দু’টি ক্ষেত্রে প্রতিপক্ষের উপহার দেওয়া আত্মঘাতী গোলে মান বাঁচিয়েছে ২০১৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা। নাক ফাটার পর এমবাপে অনেক সাবধানী। চৌমেনি, কন্তে, ডেম্বেলেদের ছন্দ যেন ব্লটিং পেপারে শুষে নিয়েছে কেউ। দেশঁর প্রিয় ৪-৩-১-২ ফর্মেশনে বৈচিত্র্য কম। অন্তত এখনও পর্যন্ত কোনও নতুনত্ব দেখাতে পারেননি তিনি। পেড্রি, কার্ভাহাল বিহীন স্পেনের বিরুদ্ধে কী সাহসী হবেন দেশঁ?
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা