রাজ্য

অনলাইনে রেশন কার্ড সংশোধন করেছেন প্রায় ২০ লক্ষ উপভোক্তা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশন কার্ডে কোনও সমস্যা থাকলে জেলা বা এবং মহকুমায় খাদ্যদপ্তরের অফিসে গিয়ে সমস্যা মেটাতে হয়। এক্ষেত্রে অনেকটা সময় যেমন লাগে, তেমনই হয়রানির শিকার হতে হয় অনেককে। তাই ‘সেল্ফ সার্ভিস’-এর উদ্যোগ নিয়েছিল খাদ্যদপ্তর। এই ব্যবস্থায় বাড়িতে বসেই নির্দিষ্ট নম্বরের ফর্ম পূরণ করে গ্রাহকরা খাদ্যদপ্তরের পোর্টালে অনলাইনে তা আপলোড করতে পারছেন। ফলে উপকৃত হচ্ছেন বহু উপভোক্তা। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চালু হয়েছে এই পরিষেবা। নাম, ঠিকানা, বয়স, রেশন কার্ড সারেন্ডার, ভর্তুকি নিতে না চাইলে তার জন্য বিশেষ রেশন কার্ড সংগ্রহ, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগের মতো কাজগুলি এখন বাড়িতে বসে ফর্ম পূরণ করে সরকারি ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে। মিলছে চটজলদি সুরাহা। গ্রাহকের নাম, বয়স, ঠিকানা পরিবর্তন করতে চাইলে উপভোক্তারা ৫ নম্বর ফর্ম পূরণ করছেন। গত চার মাসের মধ্যে রাজ্যের ৭ লক্ষ ৪৩ হাজার ৮৬৭ জন উপভোক্তা এই ব্যবস্থার সুবিধা নিয়েছেন। কোনও উপভোক্তা যদি সপরিবারে রেশন দোকান পরিবর্তন করতে চান, তাহলে তাঁকে অনলাইনে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে। ইতিমধ্যে ৬৮ হাজার ১২৩ জন উপভোক্তা এই সুবিধা নিয়েছেন। কেউ রেশন কার্ড সারেন্ডার করে অন্যত্র যেতে চাইলে ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। এখনও এভাবে রেশন কার্ড সারেন্ডার করেছেন ৮ হাজার ১৮৮ জন। পাশাপাশি, উপভোক্তা ভর্তুকি নিতে না চাইলে বা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ ইত্যাদি পরিষেবা নিয়েছেন ১১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ জন উপভোক্তা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘আগে এই সব পরিষেবার জন্য খাদ্যদপ্তরে ছুটতে হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পরিষেবা চালু করেছি। মানুষ উপকৃত হচ্ছেন।’
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা