রাজ্য

কেন্দ্রের টাকা দ্রুত আদায়ে সেন্ট্রাল পুলে চাল সরবরাহ এমাসেই শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি খরিফ মরশুমে সেন্ট্রাল পুলে চালের সরবরাহ জুলাইয়ের মধ্যেই শেষ করার জন্য রাইস মিলগুলিকে নির্দেশ দিল খাদ্যদপ্তর। চাল দেওয়ার নির্ধারিত সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত। তবু সেন্ট্রাল পুলের ক্ষেত্রে তা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্যদপ্তর। সেপ্টেম্বর পর্যন্ত ‘স্টেট পুলে’ চাল নেওয়া হবে। রাজ্য সরকারের উদ্যোগে সংগৃহীত ধান থেকে যে চাল তৈরি হয়, তা সংরক্ষণ করা হয় দুটি পৃথক পুলে। জাতীয় প্রকল্পের রেশন গ্রাহক এবং মিড ডে মিল প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রভৃতির জন্য সেন্ট্রাল পুল থেকে চাল সরবরাহ হয়। এই চাল উৎপাদনের পুরো খরচ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রা‌জ্য সরকার পায়। কেন্দ্র কিস্তিতে টাকা দেয়।  তৈরি চাল সরকারি গুদামে সংরক্ষণের পরই টাকা দেওয়া হয়। কিন্তু এই টাকা দিতে দিল্লি গড়িমসি করায় সমস্যায় পড়ে রাজ্য। তাই এবার সেন্ট্রাল পুলের চাল আগেভাগে মজুত করে কেন্দ্রের কাছ থেকে টাকা দ্রুত আদায়ে উদ্যোগী হয়েছে তারা। 
ধান সংগ্রহ নিয়ে বুধবার খাদ্যদপ্তরে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি চাল যাতে রাইস মিলগুলি যথাসময়ে দেয় তার জন্য তাদের উপর চাপ রাখতে ব্যাঙ্ক গ্যারান্টির পরিমাণ আগামী খরিফ মরশুমে আরও বাড়ানো হয়েছে। ৫০০ কুইন্টাল ধান নিয়ে চাল তৈরিতে রাইস মিলকে ৫০ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে। পরবর্তী প্রতি ১০ টনের জন্য গ্যারান্টি দিতে হবে আরও ২ লক্ষ টাকার। এবছর ৫০০ কুইন্টালের জন্য ৩০ লক্ষ টাকার গ্যারান্টি জমা রাখতে হয়েছে। মিল মালিকদের সংগঠন পরিমাণটা ৪০ লক্ষ টাকা করার অনুরোধ করেছে খাদ্যদপ্তরের কাছে। ব্যাঙ্ক গ্যারান্টি ব্যবস্থা চালু হওয়ার পর থেকে অধিকাংশ রাইস মিল নির্ধারিত সময়ের মধ্যেই চাল দিচ্ছে। আগে চাল পেতে খুবই সমস্যায় পড়ত খাদ্যদপ্তর।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা