রাজ্য

পিছু হটলেন রাজ্যপাল, আজ শপথ সায়ন্তিকা ও রায়াতের?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একমাসের শপথ-জট। ধর্নায় বসা দুই নবনির্বাচিত বিধায়ক। রাজ্য-রাজভবন লাগাতার চাপানউতোর। আর তারপর বিধানসভার একদিনের ‘বিশেষ অধিবেশন’ আহ্বান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনাক্রম আচমকাই বদলে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়। ঠিক ছিল, আজ, শুক্রবার দুপুর দুটোয় ডাকা অধিবেশনের আগে বেলা ১২টায় বিজনেস অ্যাডভাইজারি (বিএ) কমিটির বৈঠক হবে। তারপর সদ্য নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ-জট কাটার জল্পনাও তুঙ্গে উঠেছিল। আর তা হচ্ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বাসের অনুমতি ছাড়াই। বিধানসভা-রাজভবনের টানা একমাসের এই ‘টাগ অব ওয়ারের’ মাঝে, অধিবেশনের কয়েক ঘণ্টা আগেই পিছু হটলেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হল, সদ্য নির্বাচিত দুই বিধায়ককে শপথ নেওয়াতে রাজ্যপাল তাঁর সাংবিধানিক অধিকার ন্যস্ত করেছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর। অর্থাৎ, ওই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন আশিসবাবু। কিন্তু এই চিত্রনাট্যেও টুইস্ট দেখা গেল রাতে। কারণ প্রশ্ন উঠল, স্পিকার থাকতে ডেপুটি স্পিকার কেন? রাজ্যপাল তাঁকে সাংবিধানিক অধিকার ন্যস্ত করেছেন, এই বিষয়ে ডেপুটি স্পিকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আশিসবাবু বলেন, ‘আমার পক্ষে এ দায়িত্ব নেওয়া উচিত নয়। কারণ স্পিকার কলকাতায় রয়েছেন। রাজ্যপালের কথা শুনে আমি শপথবাক্য পাঠ করালে স্পিকারকে অসম্মান করা হবে। এটা কাম্য নয়।’ রাজ্যপালের এক্স হ্যান্ডলের বার্তা নিয়ে রাতেই স্পিকার বলেন, ‘আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে আমাকে কিছু জানানো হয়নি। যেমন প্রস্তুতি আছে, তেমনই ব্যবস্থা হবে।’
সংঘাতের রেশ যে রয়েছে, তার প্রমাণ অবশ্য দিয়েই চলেছেন রাজ্যপাল। কারণ এদিন সমাজমাধ্যমে রাজভবনের তরফে লেখা হয়েছে, রাজ্যপালের মর্যাদা খর্ব করার জন্য লাগাতার প্ররোচনামূলক বক্তব্য এসেছে স্পিকারের তরফে। তাই শপথ নেওয়াতে দেরি হয়েছে। তবে নির্বাচিত দুই বিধায়কের লিখিত অনুরোধেই যে ‘বরফ’ গলেছে, এমন খোঁচা দেওয়া ইঙ্গিতও রয়েছে এক্স হ্যান্ডলে। তাতে রাজ্যপাল দু’জনকে শুভেচ্ছাও জানিয়েছেন। 
গত ৪ জুন নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক। তারপর থেকে এই দু’জনকে শপথ পাঠ করানোর ব্যাপারে রাজ্যপালের কাছে বারবার অনুরোধ গিয়েছে বিধানসভার তরফে। রাজ্যপালের গোঁ ছিল, শপথবাক্য পাঠ হবে। তবে তা রাজভবনে। এরই মাঝে সদ্য নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা এবং রায়াত জানিয়ে দিয়েছিলেন, তাঁরা রাজভবনে শপথ নেবেন না। বরং তাঁদের অনুরোধ ছিল, বিধানসভায় এসে রাজ্যের সাংবিধানিক প্রধান তাঁদের শপথবাক্য পাঠ্য করান। সেই অনুরোধে কোনও উচ্চবাচ্য করেনি রাজভবন। তাই বিশেষ অধিবেশনের আগের রাতে (একমাসের মাথায় ৪ জুলাই) হঠাৎই রাজ্যপালের এহেন পিছু হটার কারণ নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। 
সাংবিধানিক প্রধান পদকে সম্মান জানিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরেও শপথ প্রসঙ্গে কোনও ইতিবাচক বার্তা না আসায় বিধানসভা যে আর রাজভবনের দিকে তাকাতে চাইছে না, তা স্পষ্ট হয়ে যায় এদিন দুপুরে। অন্তত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তা স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘যদি কেউ ভেবে থাকেন, আমরা অসহায় হয়ে গিয়েছি, তাহলে ভুল ভাবছেন। রাজ্যপালের উপর নির্ভর করে না বিধানসভা।’
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা