দেশ

রাজ্যসভাতেও কণ্ঠরোধের অভিযোগে বিক্ষোভ সোনিয়া গান্ধীর, সঙ্গী তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের সঙ্গে সংঘাত বৃদ্ধির পথেই কি এগচ্ছে এনডিএ সরকার? প্রধানমন্ত্রীর বক্তব্যের পুরো সময়কালে তাঁর নেতৃত্বে বিরোধীদের হল্লার ‘শাস্তি’ দিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা চান নরেন্দ্র মোদি। সেই মতো লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সভার নিয়মভঙ্গর অভিযোগ তুলে রাহুলকে সতর্ক করা তো বটেই, প্রয়োজনে ‘প্রিভিলেজ’ কমিটিতেও নালিশ জানানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। বুধবার এক প্রশ্নের জবাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু  বলেন, আমাদের দলের পক্ষ থেকে স্পিকারকে লেখা হয়েছে।  রাজনৈতিক মহলের মতে, সত্যিই এমন হলে সরকারের সঙ্গে ইন্ডিয়া জোটের সংঘাতের বাতাবরণই তৈরি হবে। বিরোধীরা আরও এককাট্টা হবে।  
যদিও বিরোধীদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এদিন সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, ‘দেখলেন না মঙ্গলবার লোকসভায় কংগ্রেস ওয়েলে নামলেও তৃণমূল আর সমাজবাদী পার্টি নামেনি। ইন্ডিয়া জোট দুর্বল।’ তবে মোদির মন্ত্রী যাই বলুন না কেন,  ইন্ডিয়া দিনে দিনে আরও মজবুত হচ্ছে বলেই বিরোধীদের দাবি। সেই কারণেই রাহুলকে যেভাবে নরেন্দ্র মোদি ‘বালক বুদ্ধি’ বলে কটাক্ষ করেছেন, তার পাল্টা দিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বলেছেন, ‘মানুষ যাঁকে ভোটে জিতিয়েছে, তাঁর সম্পর্কে এমন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। ’ এদিন রাজ্যসভা থেকে মোদির ভাষণের বিরোধিতায় ‘ওয়াক আউট’ করেছে মোদি বিরোধী ইন্ডিয়া জোট।  পুরনো সংসদ ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভও দেখায় বিরোধীরা। সেখানে ছিলেন সোনিয়া গান্ধী। সেই বিক্ষোভ শামিল হন তৃণমূলের নাদিমুল হক, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের মতো সাংসদরাও। বিরোধীরা যে একজোট, এই ঘটনাতে তারই প্রমাণ মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ ভাষণে সোনিয়া গান্ধীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, এখানে যাঁরা বসে রয়েছেন, তাঁরা রিমোট কন্ট্রোলে চলতে অভ্যস্ত। তাঁর এই মন্তব্যের তীব্র  প্রতিবাদ করেন বিরোধীরা। লোকসভার পর এদিন রাজ্যসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে। খাড়্গে বলেন, ‘সংবিধানকে লাগাতার অপমান করে আসছে বিজেপি-আরএসএস। ১৯৫০ সালের ৩০ নভেম্বর আরএসএস মুখপত্র অর্গানা‌ইজারে সংবিধান বিরোধিতার উল্লেখ রয়েছে। দিল্লির রামলীলা ময়দানে ওরাই পুড়িয়েছিল আম্বেদকর আর নেহরুর কুশপুতুল। সভার মধ্যেই এগুলি বলতে চেয়েছিলাম।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা