বিদেশ

ব্রিটেনে ধর্মীয় ভেদাভেদের স্থান নেই: কিয়ার স্টারমার

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আগামী কাল ব্রিটেনে সাধারণ নির্বাচন। সমীক্ষা জানাচ্ছে, এবার সরকার গড়তে চলেছে লেবার পার্টি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসনে বসবেন লেবার নেতা কিয়ার স্টারমার। লেবার পার্টির আশা, এবার জিততে পারলে আগামী ১৮ বছরও তাদের কেউ ক্ষমতা থেকে হটাতে পারবে না। যদিও ভোট বিশ্লেষকদের মতে, এবার নির্বাচন খুব সহজ হবে না। কোন দলকে ভোট দেবেন সেবিষয় এখনও নিশ্চিত নন সেখানকার ৫৬ লক্ষ এশীয় বংশোদ্ভূত।
সম্প্রতি বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রিফর্ম প্রার্থী অ্যান্ড্রু পার্কার। ঘটনায় কনজারভেটিভ নেতার পাশেই দাঁড়িয়েছিলেন স্টারমার। তা সত্ত্বেও লেবার পার্টি ক্ষমতায় এলে ব্রিটেনে ভারত-বিরোধী মনোভাব বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে।  গত শুক্রবার ব্রিটেনের এশীয় বংশোদ্ভূতদের নিয়ে বসেছিল রাজনৈতিক আলোচনা সভা। সেখানে ভারতীয়দের মন জয় করা নিয়ে লেবার পার্টির চেয়ার অ্যানেলিস ডডস বলেন, ‘ব্রিটেনের ভারতীয় অভিবাসীদের নিয়ে আমরা গর্বিত। ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে সবসময় গুরুত্ব দিয়েছে লেবার পার্টি। ভবিষ্যতে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় অংশীদারিত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
নির্বাচনের ঠিক আগেই একান্ত আলাপচারিতায় সবকিছু খুলে বললেন লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

প্রঃ নির্বাচনের আগে ব্রিটেনের এশীয় বংশোদ্ভূতদের সঙ্গে কোনও দলই আলোচনায় বসেনি। এই ৫৬ লক্ষ মানুষের ভোট না পাওয়া নিয়ে চিন্তা হচ্ছে না?
উঃ আমার দল কখনই এখানকার এশীয় বংশোদ্ভূতদের অবহেলা করে না। গত সপ্তাহে কিংসবারির স্বামী নারায়ণ মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জেনেছি। সকলকে আশ্বাস দিয়েছি যে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওয়েটিং লিস্ট আরও কমানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে মূল্যবৃদ্ধি কমানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হবে। একইসঙ্গে বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করতে আইন আনার সিদ্ধান্ত নিয়েছি।

প্রঃ ১০ ডাউনিং স্ট্রিটে যাওয়ার পর প্রথম ১০০ দিন সরকার কোন বিষয়গুলিতে গুরুত্ব দেবে?
উঃ প্রথমেই আর্থিক স্থিতিশীলতা ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে। এরপরেই রয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েটিল লিস্ট কমানোর পরিকল্পনা রয়েছে। প্রতি সপ্তাহে আরও ৪০ হাজার পদে নিয়োগ করা হবে। তৃতীয়ত, দেশের সীমান্তকে আরও সুরক্ষিত করতে হবে। গ্রট ব্রিটিশ এনার্জির সাহায্যে কমবে বিদ্যুতের বিল। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক এলাকায় ১৩ হাজার পুলিস মোতায়েন করা হবে। আর সবশেষে শিশুদের স্কুলে আরও সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ করবে সরকার।

প্রঃ দলের ভিতরে ভারত-বিরোধী মনোভাব অনেকটাই সামল দিতে পেরেছেন। লেবার পারিটকে ভোট দেওয়া নিয়ে নিশ্চিত নন ভারতীয় বংশোদ্ভূতরা। তাদের ভরসা ফিরে পেতে কী করবেন?
উঃ ব্রিটেনে ধর্মীয় ভেদাভেদের কোনও জায়গা নেই। বিভাজনের কোনওরকম তেষ্টা বরদাস্ত করা হবে না। আমরা এমন এখ দেশ তৈরি করব যেখানে দক্ষিণ এশীয়দের বৈচিত্র্যকে সম্মান জানানো হবে।

প্রঃ ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। জিতলে এই অসমাপ্ত কাজ কীভাবে শেষ করবেন?
উঃ ক্ষমতায় এলে আমরা ব্রিটেন ও ভারতের মধ্যে এক নতুন কৌশলগত অংশীদারিত্ব তৈরি করব। এর মুল ভিত্তি হল মুক্ত বাণিজ্য চুক্তি। সমঝোতার মাধ্যমে এই চুক্তিকে বাস্তব রূপ দেব। একইসঙ্গে কূটনৈতিক দিক থেকে ভারত থেকে সরাসারি ব্রিটেনে লগ্নির সুযোগ করে দেব।
কিংসবারির স্বামীনারায়ণ মন্দিরে স্টার্মার।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা