দেশ

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, কাজিরাঙায় মৃত অন্তত ১৭টি পশু

বিশেষ সংবাদদাতা, আগরতলা: বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে অসমে। ব্রহ্মপুত্র পাশাপাশি রাজ্যের একাধিক নদীতে বাড়ছে জল। ফলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে কাছাড়ের বরাক নদী। অতিবৃষ্টি, ভূমিধস ও বাজ পড়ে অসমে এখনও পর্যন্ত প্রায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৬ লক্ষেরও বেশি মানুষ। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বড় অংশ। বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন, জলে ডুবে মৃত্যু হয়েছে ১৭টি প্রাণীর। তার মধ্যে রয়েছে ১১টি হগ হরিণ। উদ্ধার করা হয়েছে ৭২টি প্রাণীকে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ২৯টি জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবরি। এছাড়াও ধেমাজী, মাজুলি, কাছাড়, শিলচরের অবস্থাও উদ্বেগজনক। নির্বাচনী এলাকা ডিব্রুগড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অন্যদিকে, বন্যা কবলিত মাজুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অরুণাচল প্রদেশে অতিবৃষ্টির ফলে অসমের বন্যা পরিস্থিতি সঙ্কটজনক চেহারা নিয়েছে। যদিও রাজ্য সরকারের কাছে আগাম সতর্কবাতা থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। এদিকে, লাগাতার বৃষ্টিপাতের ফলে মণিপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইম্ফল নদীতে ভাঙনের পাশাপাশি জলস্তর বৃদ্ধি পাওয়ায় সিংজামেই এবং লাংথাবাল বিধানসভা কেন্দ্রের বহু জায়গা প্লাবিত হয়েছে। শোচনীয় অবস্থা ইরিল নদীরও। সেখানে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ইম্ফল পূর্বের ক্ষেত্রিগাও এবং ওয়াংখেই বিধানসভা কেন্দ্রের বহু বাড়িঘর বর্তমানে জলের তলায়। বন্যা কবলিত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা