দেশ

‘বাইরে থেকে লোক আনা হয়েছিল’, নিজস্ব কর্মীদের ‘অস্বীকার’ রেলের!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুক্রবার আচমকাই নিউদিল্লি রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন চালকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর রেলকর্মীদের সঙ্গে তাঁর এহেন সাক্ষাতেই চরম বেকায়দায় পড়ে গিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রবল অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের এনডিএ সরকারও। কারণ, স্টেশনের লোকো পাইলটদের একাংশ রেলের বিরুদ্ধে নানা অব্যবস্থার অভিযোগ রাহুল গান্ধীর কাছে করেছেন বলে খবর। এরপরেই লোকসভার বিরোধী দলনেতাকে ভুল প্রমাণ করতে রীতিমতো মরিয়া হয়েছে রেলমন্ত্রক। রাহুল গান্ধীকে কোণঠাসা করার তাগিদ রেলের এতই তীব্র যে, তা করতে গিয়ে নিজের কর্মীদেরই একপ্রকার ‘অস্বীকার’ করে বসল মন্ত্রক। শনিবার নর্দার্ন রেল একেবারে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ওরা আমাদের ‘লবি’র কেউ নন। রাহুল গান্ধী বাইরে থেকে লোক নিয়ে এসে এ ব্যাপারে রাজনীতি করছেন। এমনকী তাঁর সঙ্গে জনাদশেক ক্যামেরাম্যানও ছিলেন। সেভাবেই বাইরে থেকে রেলকর্মী নিয়ে আসা হয়েছিল।’ 
রেলের এহেন বিবৃতিতে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠছে একাধিক প্রশ্নও। তথ্যাভিজ্ঞ মহলের প্রশ্ন, যদি রেলকর্মীরা বাইরের লোক হন, তাহলে নিউদিল্লি রেলওয়ে স্টেশনে লোকো পাইলটদের জন্য নির্দিষ্ট রুমে সটান ‘বহিরাগত’রা ঢুকলেন কীভাবে? আর তাও একেবারে ট্রেন চালকদের পোশাক পরে? তাহলে কি নিউদিল্লি স্টেশনে কোনও সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাই নেই? এ প্রশ্নকে ঘিরেও জল্পনা তীব্র হয়েছে। প্রত্যাশিতভাবেই এ সংক্রান্ত জবাব এড়িয়ে গিয়েছে রেলমন্ত্রকও। এদিন নর্দার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার বলেন, ‘এটুকু বলতে পারি, বাইরে থেকে লোক আনা হয়েছিল। সেই তালিকায় কয়েকজন টিটিই’ও ছিলেন। রাহুল গান্ধী যেন রিলস বানাতে স্টেশনে এসেছিলেন।’ 
কংগ্রেস সূত্র জানিয়েছে, শুক্রবার নিউদিল্লি স্টেশনে রাহুল গান্ধীকে লোকো পাইলটদের একাংশ স্পষ্টই অভিযোগ করেছে যে প্রবল চাপের মধ্যে তাঁদের কাজ করতে হয়। গত বছর করমণ্ডল এক্সপ্রেস এবং এ বছর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এহেন অভিযোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বলেই রাজনৈতিক মহলের মত। যদিও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরেই রেল জানিয়ে দিয়েছিল, সংশ্লিষ্ট মালগাড়ির চালক রাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়েই কাজে যোগ দিয়েছিলেন। তবে রাহুলের ঘটনা ধামাচাপা দিতে রেল যেভাবে কর্মীদেরই ‘অস্বীকার’ করার রাস্তায় হেঁটেছে, তাতে বেজায় চটেছে রেলকর্মী সংগঠনগুলি। শীঘ্রই এ ব্যাপারে রেলমন্ত্রীর দ্বারস্থ 
হচ্ছে তারা।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা