দেশ

৫০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে শিবসেনা সাংসদকে ‘ক্লিনচিট’

মুম্বই: গত মার্চেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের হাত ধরে শিবসেনায় যোগ দিয়েছিলেন রবীন্দ্র ওয়াইকার। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসন থেকে কোনওক্রমে জিতেছেন তিনি। তারপরই এল স্বস্তির খবর। রবীন্দ্র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা ৫০০ কোটি টাকার যোগেশ্বরী জমি দুর্নীতি মামলা গুটিয়ে নিল মুম্বই পুলিসের আর্থিক অপরাধ দমন শাখা। রীতিমতো ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে শিবসেনা এমপিকে। মুম্বই পুলিসের আর্থিক অপরাধ দমন শাখার তরফে জানানো হয়েছে, সাংসদের বিরুদ্ধে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) যে অভিযোগ দায়ের করেছিল তাতে অসম্পূর্ণ তথ্য রয়েছে। তাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের শাসকদলের সমালোচনায় সরব বিরোধী জোট মহাবিকাশ আগাড়ি। উদ্ধব থ্যাকারেপন্থী শিবসেনার এমরি সঞ্জয় রাউতের কটাক্ষ, ‘এখন একমাত্র দাউদ ইব্রাহিমকে ক্লিনচিট দেওয়া বাকি রয়েছে!’
যোগেশ্বরীতে বিএমসির খেলার মাঠের জায়গায় একটি পাঁচতারা হোটেল নির্মাণের অনুমতি নেওয়ার ক্ষেত্রে ৫০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। মামলার তদন্তে নেমে রবীন্দ্র এবং তাঁর সঙ্গীর সাতটি জায়গায় তল্লাশি চালায় ইডি। গত বছর নভেম্বরে পিএমএলএ অ্যাক্টে রবীন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় চলতি বছর জানুয়ারি মাসেই ইডির কাছে হাজিরা দিয়েছিলেন তিনি। ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর আইনজীবীরা জানান, ইডির সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ২০০১ সাল থেকে এপর্যন্ত এই জমি সম্পর্কিত যাবতীয় তথ্যও জমা দেওয়া হয়েছে। কোথাও কোনও অপরাধের চিহ্ন নেই এবং কোনও কালো টাকার লগ্নি করা হয়নি। সাংসদের বিরুদ্ধে ওঠা ৫০০ কোটির দুর্নীতি মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। সেই ঘটনার পরেই একনাথের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন রবীন্দ্র। তারপরই বদলে যায় সমস্ত সমীকরণ। লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর-পশ্চিম আসনে উদ্ধব থ্যাকারে ঘনিষ্ঠ অমল কীর্তিকারের বিরুদ্ধে রবীন্দ্রকে প্রার্থী করে এনডিএ। মাত্র ৪৮ ভোটে জেতেন তিনি।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা