দেশ

নিটের কাউন্সেলিং শুরু হল না, ক্ষুব্ধ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং এখনই শুরু হচ্ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও জানিয়েছে, এই ধরনের কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে। সূত্রের খবর, কাউন্সেলিং শুরুর প্রক্রিয়া চলতি মাসের শেষ পর্যন্ত গড়াতে পারে। প্রশ্ন ফাঁস সহ একাধিক অভিযোগ ওঠায় নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত রাখে পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ। কাউন্সেলিং স্থগিত হওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অভিযোগ, শিক্ষামন্ত্রক কিংবা সরকার অথবা পরীক্ষা নিয়ামক দপ্তরের হাতে শিক্ষাব্যবস্থা আর নেই। নরেন্দ্র মোদির আমলে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন শিক্ষা ব্যবস্থা চলে গিয়েছে এডুকেশন মাফিয়াদের হাতে। ঠিক যে মরশুমে পরীক্ষা, কাউন্সিলিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া পুরোদমে শুরু হওয়ার কথা, সেই সময় একের পর এক পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে হচ্ছে অনিয়ম ও দুর্নীতি ইস্যুতে। যার প্রতিটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আওতাধীন। খাড়্গে বলেছেন, কেন্দ্র সুপ্রিম কোর্টের সামনে মিথ্যা বয়ান দিয়েছে। বলেছে কোনওরকম প্রশ্নপত্র ফাঁস হয়নি। শিক্ষামন্ত্রক বলেছে, সামান্য কয়েকটি স্থানে অনিয়ম কিংবা দুর্নীতি হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। বিজেপি এবং আরএসএস রীতিমতো প্ল্যান করে এডুকেশন মাফিয়াদের হাতে তুলে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস হোক অথবা এনসিইআরটি বইয়ের সিলেবাস, সবই এই মাফিয়া চক্রের হাতে চলে গিয়েছে। এখন গোটা দেশের ছাত্রসমাজ জেগে উঠেছে। কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদি পালাতে পারবেন না। সুপ্রিম কোর্টে এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়, ৬ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে। তবে শনিবার পর্যন্ত এই নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যার অর্থ এখনই কাউন্সেলিং শুরু হচ্ছে না। কেন শুরু হল না কাউন্সেলিং? সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বেশ কয়েকটি নতুন মেডিক্যাল কলেজ অনুমোদনের আবেদন করেছে। তাদের সেই অনুমোদন সংক্রান্ত চিঠি এখনও দেওয়া বাকি। এগুলি স্বীকৃতি পেলে মেডিক্যালের আসন আরও বাড়বে। ওই সূত্র জানিয়েছে, ‘প্রথম দফার কাউন্সেলিং শুরুর আগে এই কলেজগুলির স্বীকৃতি দেওয়ার কাজ সম্পূর্ণ হওয়া দরকার। সেই কাজ সম্পূর্ণ হলেই কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।’
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা