বিদেশ

১৪ বছরের আইনি লড়াই শেষে দেশে ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

ক্যানবেরা: অবশেষে অস্ট্রেলিয়ায় ফিরলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রায় ১৪ বছর পর। বিমানবন্দরে নামতেই তাঁকে জড়িয়ে ধরেন স্ত্রী স্টেলা। আবেগতাড়িত অ্যাসাঞ্জ তাঁকে শূন্যে তুলে চুম্বনও করেন। মার্কিন গোপন সামরিক নথি ফাঁসে অভিযুক্ত অ্যাসাঞ্জ দোষ কবুল করার শর্তে ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পান। বুধবার প্রাইভেট জেটে তিনি ক্যানবেরা বিমানবন্দরে নামতেই অভ্যর্থনায় ভেসে যান। এর আগে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ সাইপানের মার্কিন জেলা আদালতে তাঁর বিচার শুরু হয়। শর্ত অনুযায়ী, তিনি দোষ স্বীকার করেন। পাশাপাশি, উইকিলিকসে তুলে ধরা সমস্ত নথি তিনি নষ্ট করে দেবেন বলেও জানান। বুধবার ছাড়া পাওয়ার পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাসাঞ্জের আইনজীবী। অ্যাসাঞ্জকে রেহাইয়ের জন্য আমেরিকার সঙ্গে দৌত্য চালিয়েছেন অ্যান্থনি।
২০০৭ সালে ইরাক এবং আফগানিস্তানের মার্কিন সেনার নানা কুকীর্তি উইকিলিকসে তুলে ধরেন। এর পরেই তিনি মার্কিন সেনার রোষানলে পড়েন। তাঁর বিরুদ্ধে ১৮টি ফৌজদারি মামলা দায়ের করে পেন্টাগন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সুইডেনে যৌন নির্যাতনের অভিযোগও ওঠে। তাঁকে প্রত্যর্পণের আবেদন করে সুইডেন এবং আমেরিকা। বাধ্য হয়ে তিনি লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে সাত বছর আত্মগোপন করেন। পরে ইউরোপীয় ইউনিয়নের চাপে তাঁকে দূতাবাস থেকে বার করে দেয় ইকুয়েডর। এরপর তাঁকে গ্রেপ্তার করে ব্রিটেন। পাঁচ বছর ব্রিটেনের আদালতে কাটান তিনি। সোমবার দোষ স্বীকারের শর্তে ব্রিটেনের কারাগার থেকে ছাড়া পান তিনি।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা