খেলা

রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত রোহিতদের, চোকার্স তকমা ঘোচাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, আক্ষেপ মিটল, স্বস্তির সুর অধিনায়কের কণ্ঠে

ব্রিজটাউন: জয় নিশ্চিত হতেই মাটিতে শুয়ে পড়লেন রোহিত শর্মা। সবুজ গালিচায় চুম্বনের সময় তাঁর দু’চোখে জল। পরের মুহূর্তেই উঠে বসে মুষ্টিবদ্ধ দু’হাত শূন্যে তুলে হুংকার ছাড়লেন হিটম্যান। ততক্ষণে সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেছেন। স্বপ্নপূরণের সেলিব্রেশন তো এমনই হওয়ার কথা। ক্রিকেটার হিসেবে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের স্বাদ পেয়েছিলেন তিনি। এবার জিতলেন অধিনায়ক হিসেবে। এটাও অনন্য কৃতিত্ব।
টাইম মেশিনে সাত মাস আগে ফেরা যাক। মোতেরায় ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন রোহিত। তবে সেটা অস্ট্রেলিয়ার কাছে হারের কান্না ছিল। এদিন বার্বাডোজে সেই আক্ষেপ মিটল। ড্রেসিং-রুমে ফেরার পথে বহু লড়াইয়ের সঙ্গী বিরাট কোহলিকে জড়িয়ে ধরে আবেগে ভাসলেন রোহিত। ততক্ষণে স্বামীর আনন্দে সামিল হতে ডাগ-আউটে হাজির স্ত্রী ঋত্বিকা। স্বামীর আনন্দাশ্রু মুছিয়ে দিলেন তিনি। সেই মুহূর্ত বন্দি হল ক্যামেরায়। ট্রফি হাতে তোলার আগে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা শুধু আজকের ম্যাচের জন্য নয়, গত তিন-চার বছরের পরিশ্রমের ফল। দীর্ঘদিনের আক্ষেপ মিটল।’ 
সেমি-ফাইনালে জয়ের পর রোহিত বলেছিলেন, ‘ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছে বিরাট।’ সেটা অক্ষরে অক্ষরে মিলে গেল। ফাইনালে বিরাটের ব্যাটে লেখা হল ভারতের জয়গাথা। এদিন হাসিমুখে রোহিত শোনালেন, ‘তারকারা চূড়ান্ত মঞ্চেই জ্বলে ওঠে। ফাইনালে বিরাট তা আবার দেখিয়ে দিল।  ও একপ্রান্তে ধরে না থাকলে মুশকিল হতো। একইসঙ্গে যশপ্রীত বুমরাহের জন্যও কোনও প্রশংসা যথেষ্ট নয়। হার্দিকের বোলিং ও সূর্যর ক্যাচের কথাও বলতে হবে।’ বক্তব্য শেষ করেই রোহিত ছুটলেন মহার্ঘ কাপ হাতে তুলতে। সতীর্থদের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনের পর মেয়েকে কাঁধে বসিয়ে চলল মাঠ পরিক্রমা। আর শেষে সাংবাদিক সম্মেলনে তাঁর ঘোষণা, ‘এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। টি-২০ ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময়।’

টিম ইন্ডিয়ার সাফল্যের খতিয়ান
১৯৮৩ ওডিআই বিশ্বকাপ
ভারত ১৮৩ 
ওয়েস্ট ইন্ডিজ ১৪০
ভারত ৪৩ রানে জয়ী
অধিনায়ক কপিল দে

২০১১ ওডিআই বিশ্বকাপ
শ্রীলঙ্কা ২৭৪-৬ 
ভারত ২৭৭-৪
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

২০০৭  টি-২০ বিশ্বকাপ
ভারত ১৫৭-৫ পাকিস্তান১৫২
ভারত ৫ উইকেটে জয়ী
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি
শ্রীলঙ্কা ২২২-৭
ভারত ৩৮-১ 
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, ভারত ও শ্রীলঙ্কা যুগ্মজয়ী
অধিনায়ক সৌরভ গাঙ্গুলি

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি
ভারত ১২৯-৭ 
ইংল্যান্ড ১২৪-৮
ভারত ৫ রানে জয়ী
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা