খেলা

রোহিতদের বিশ্বকাপ জয়ে উদ্বুদ্ধ দীপ্তিরা

দুবাই: টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারতের মহিলা দল। রবিবার প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানে হারাল হরমনপ্রীত কাউরের বাহিনী। জেমাইমা রডরিগেজের (৫২) হাফ সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৪১ তুলেছিল ভারত। শেফালি ভার্মা (৭), স্মৃতি মান্ধানা (১৪), হরমনপ্রীত (১) অবশ্য রান পাননি। জন্মদিনে ব্যাট হাতে ব্যর্থ রিচা ঘোষও (৭)। জবাবে আট উইকেটে ১২১ রানে থামে ক্যারিবিয়ানরা। ভারতের পূজা বস্ত্রকার (৩-২০) ও দীপ্তি শর্মা (২-১১) বল হাতে সাফল্য পান।  
আগামী ৩ অক্টোবর আমিরশাহিতে মহিলা বিশ্বকাপ শুরু হচ্ছে। মান্ধানাদের প্রথম ম্যাচ ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় মহিলা সিনিয়র ক্রিকেট দল কখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। বেশ কয়েকবার হাত ছোঁয়া দূরত্ব থেকে স্বপ্নভঙ্গ হয়েছে হরমনপ্রীতদের। তবে আরব আমিরশাহিতে আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপে খরা কাটাতে বদ্ধপরিকর প্রমীলা ব্রিগেড। আর সেই অভিযানে রোহিত শর্মাদের সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপ জয়কে প্রেরণা করে এগতে চান অলরাউন্ডার দীপ্তি শর্মা। এক সাক্ষাত্কারে তিনি বলছিলেন, ‘বিশ্বকাপ খুবই বড় ইভেন্ট। মেগা আসরে খেলার জন্য প্রত্যেক খেলোয়াড়ই মুখিয়ে থাকে। রোহিতদের টি-২০ বিশ্বকাপ জয় আমাকে উদ্বুদ্ধ করেছে। সেরাটা উজাড় করে দিতে আমি বদ্ধপরিকর।’
মহিলাদের ওডিআই বিশ্বকাপে ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনালে খেলেছিল ভারত। এরপর ২০২০ টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল হরমনপ্রীতদের। বারবার তীরে এসে তরি ডোবার কারণ কি অতিরিক্ত চাপ? দীপ্তি বলেন, ‘চাপ বড় ফ্যাক্টর বলে মনে করি না। জিততে হলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। তার জন্য আমরা তৈরি।’ ২০১৭ সালে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন দীপ্তি। তার পর থেকেই ভারতীয় ক্রিকেটে তারকার সম্মান পাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘সত্যিই সেই থেকে জীবন বদলে গিয়েছে। এখন সমর্থকরা দীপ্তি শর্মাকে ভালোমতো চেনেন। বিষয়টা বেশ উপভোগ করছি।’ 
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা