খেলা

ইন্তার মায়ামির ত্রাতা সেই মেসি

ইন্তার মায়ামি-১      :        শার্লটে- ১
(মেসি)                                                    (শফিডস্কি)

ফ্লোরিডা: ইন্তার মায়ামির হয়ে আরও একবার ত্রাতার ভূমিকায় লায়োনেল মেসি। শনিবার আর্জেন্তাইন মহাতারকার দুরন্ত গোলের সৌজন্যে ঘরের মাঠে হার বাঁচাল ডেভিড বেকহ্যামের দল। শার্লটের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন ইন্তার মায়ামি। ম্যাচের ৫৭ মিনিটে কারল শফিডস্কির গোলে পিছিয়ে পড়ে কোচ তাতা মার্তিনোর দল। তবে ১০ মিনিট বাদেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান মেসি। ড্র করলেও ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফেরেন্স পর্বে শীর্ষস্থান ধরে রাখল ইন্তার মায়ামি। প্লে-অফের আগে গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ হাতে রয়েছে তাদের। সবকটিতে জিতলে মেজর লিগ ইতিহাসে সর্বাধিক ৭৩ পয়েন্টের রেকর্ডকে ছাপিয়ে যাবেন মেসিরা। একইসঙ্গে আগামী মাসে দেশের জার্সিতে মাঠে ফিরতে তৈরি লিও।
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন আর্জেন্তাইন মহাতারকা। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়েই ট্রফি নিতে মঞ্চে উঠেছিলেন তিনি। চোট সারাতে প্রায় দু’মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। তবে গত ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে মাঠে ফিরেই জাল কাঁপান তিনি। যাইহোক, শেষ দু’টি ম্যাচে ড্র করে শনিবার খেলতে নেমেছিল ইন্তার মায়ামি। প্রথমার্ধে কোনও দলই সেভাবে সুযোগ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে গতির বিপরীতে গোল তুলে নেয় শার্লটে। বক্সের বাইরে থেকে ব্রোনিকোর শট শফিডস্কির পায়ে লেগে জালে জড়ায় (১-০)। ঘরের মাঠে পিছিয়ে পড়তেই তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে ইন্তার মায়ামি। ৬৭ মিনিটে বক্সের বাইরে বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপান মেসি (১-১)। গোলের পর ‘আয়রন ম্যান’ ট্রেডমার্ক সেলিব্রেশনও করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, চলতি মরশুমে ১৬ ম্যাচে ১৫টি গোল হয়ে গেল তাঁর। এরপর একের পর এক আক্রমণ গড়েও জয়সূচক গোলের দেখা পায়নি ইন্তার মায়ামি। সংযোজিত সময়ে লুই সুয়ারেজ সহজ সুযোগ নষ্ট করেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা