খেলা

হারের হ্যাটট্রিক, পদত্যাগ ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত। ইস্ট বেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ফলে আপাতত দলের দায়িত্ব সহকারী কোচ বিনো জর্জের উপরেই। শক্তিশালী দল গড়েও লাগাতার খারাপ পারফরম্যান্স। সেই কারণে সদস্য-সমর্থকদের পক্ষ থেকে চাপ আসছিলই। ডুরান্ড কাপ থেকেও বিদায় নিতে হয়েছে। শেষ ভরসা ছিল আইএসএল। সেখানেও টানা তিনটি ম্যাচে হারের হ্যাটট্রিক। এসবের পরই পদত্যাগের চরম সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রাত। গত, শুক্রবার ঘরের মাঠেই এফসি গোয়ার কাছে ৩-২ গোল লজ্জাজনক হারের পরই যুবভারতীতে ক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছিল গো-ব্যাক স্লোগানও। এরপর থেকেই কোচের ভূমিকা নিয়ে ক্লাবের অন্দরে-বাইরে অসন্তোষের পারদ চড়তে থাকে। যাঁকে এতদিন ‘প্রফেসর’ বলে ডাকতেন সমর্থকরা, শেষে তাঁরই বিদায় চাইছিলেন। অগত্যা গতকাল অর্থাৎ রবিবার রাতে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার আলোচনায় বসেন। ছিলেন সহকারী কোচ বিনো জর্জও। সেখানে গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন কুয়াদ্রাতও। সূত্রের খবর, সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তারপরই ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোচের পদত্যাগের বিষয়টি জানানো হয়। পাশাপাশি সুপার কাপ চ্যাম্পিয়ন এবং ক্লাবের উন্নতির জন্যও ধন্যবাদ জানানো হয় তাঁকে। এছাড়া তাঁর ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছাও জানানো হয়। প্রসঙ্গত, গত মরশুমে কুয়াদ্রাতের হাত ধরেই সুপার কাপ জিতেছিল ইস্ট বেঙ্গল।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা