খেলা

লা লিগায় ওসাসুনার কাছে হার বার্সেলোনার

ওসাসুনা- ৪                                     :                               বার্সেলোনা- ২
(বুদিমির-২, জারাগোজা, ব্রেতোনেস)                              (ভিক্টর, ইয়ামাল)

মাদ্রিদ: টানা সাত ম্যাচ পর লা লিগায় থামল বার্সেলোনার বিজয়রথ। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওসাসুনার কাছে ২-৪ ব্যবধানে বশ মানল কোচ হান্স ফ্লিকের ছেলেরা। ছন্নছাড়া রক্ষণ আর তিনকাঠির নীচে মার্ক আন্দ্রে টার স্টেগানের অনুপস্থিতি রীতিমতো ভোগাল বার্সাকে। জোড়া গোলে ওসাসুনার জয়ের নায়ক আন্তে বুদিমির। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ব্রেয়ান জারাগোজা ও আবেল ব্রেতোনেস। বার্সার দুই গোলদাতা যথাক্রমে পাও ভিক্টর ও লামিনে ইয়ামাল। হারলেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল বার্সা। লা লিগায় প্রথম হারের পর ব্যর্থতায় যাবতীয় দায় নিজের কাঁধে নিলেন কোচ ফ্লিক। রাফিনহা-ইয়ামালদের প্রথম একাদশে না রেখে যে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিলেন তিনি, তা বুমেরাং হয়ে দাঁড়ায়।
জার্মান কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে শুরুটা দারুণ করেছিল বার্সেলানা। ২০১৭-১৮ মরশুমের পর লা লিগায় ফের প্রথম সাত ম্যাচেই জয় পায় তারা। শনিবার কাতালন ক্লাবটির সামনে সুযোগ ছিল টানা আটটি জয়ের নজির গড়ার। তবে অ্যাওয়ে ম্যাচে শুরুতেই হোঁচট খায় বার্সা। প্রথম আধঘণ্টার মধ্যেই দু’গোলে পিছিয়ে পড়ে তারা। ওসাসুনার হয়ে স্কোরশিটে নাম তোলেন বুদিমির (১৮ মিনিট) ও জারাগোজা (২৮ মিনিট)। বিরতির আগে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন ঘটেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পাও ভিক্টরের গোলে ব্যবধান কমায় ফ্লিক ব্রিগেড। এরপরই ইয়ামাল-রাফিনহাকে এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন বার্সা কোচ। তবে আরও একবার রক্ষণের ব্যর্থতায় ভুগতে হয় তাঁকে। ৭১ মিনিটে বক্সের মধ্যে ফাউল করেন সের্গি ডমিঙ্গুয়েজ। স্পট কিক থেকে ব্যবধান বাড়ান বুদিমির। এরপর ৮৫ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি পোঁতেন ব্রেতোনেস। শেষের দিকে ইয়ামাল ব্যবধান কমালেও হার বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা