খেলা

ঘরোয়া লিগ নিয়ে চাপে আইএফএ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগ নিয়ে বিড়ম্বনার শেষ নেই। আসর শেষ হতে দুর্গাপুজো গড়িয়ে যাবে। সূত্রের খবর, চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ পর্ব অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুজোর পর। আসলে সূচি বিভ্রাটে জেরবার বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। পুজোর আগে লিগ শেষ করতে মরিয়া ছিল আইএফএ। কিন্তু বিধি বাম। আই লিগ থ্রি-তে অংশ নিচ্ছে ডায়মন্ডহারবার এফসি। ফলে ঘরোয়া লিগের ম্যাচ পিছিয়ে দিতে অনুরোধ করে তারা। অন্যদিকে, ক্রমানুযায়ী লিগের বাকি ম্যাচ সম্পূর্ণ করতে আইএফএ-কে চিঠি দেয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। এরপর ইস্ট বেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচও স্থগিত রাখেন সুতারকিন অফিসের কর্তারা। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর আইএসএলে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। বিষ্ণু, সায়ন, আমনদের মতো তরুণ ফুটবলাররা স্কোয়াডে রয়েছেন। তার আগে লিগের ম্যাচ আয়োজন অসম্ভব। অন্যদিকে ১-১৫ অক্টোবর সেনাবাহিনীর নিয়মে ময়দান বন্ধ। পুজোর মরশুমে জেলার মাঠে পুলিসের অনুমতি পাওয়া নিয়ে সংশয় রয়েছে। 
এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ রাউন্ড দারুণ জমজমাট। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্ট বেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ডায়মন্ডহারবার এফসি’র সংগ্রহ ৩৯ পয়েন্ট। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ডহারবার ম্যাচের উপর লিগের ভাগ্য নির্ভর করবে। আর জেসিন, বিষ্ণুদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ভবানীপুর এফসি। তারাও কঠিন চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। অন্যদিকে, ভবানীপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল পয়েন্ট খোয়ালে কিবু ভিকুনার ডায়মন্ডহারবারের সুবিধা। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেও ম্যাচ বাকি তাদের। পুজোর পর দ্রুত খেলা শেষ করাই লক্ষ্য আইএফএ’র। সংস্থার সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘খেতাবি লড়াই দারুণ জমে উঠেছে। খুব তাড়াতাড়ি বাকি ম্যাচের সূচি জানিয়ে দেওয়া হবে। ’
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা