রাজ্য

চিকিৎসা খরচ বছরে বাড়ছে ২০ শতাংশ!  মোদি জমানায় আতান্তরে মধ্যবিত্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শুধু ওষুধ, ইঞ্জেকশন? হাজার গন্ডা টেস্ট, ডাক্তারের ফিজ—কোনটা বাড়েনি? নামকরা একটা ডায়গনস্টিক সেন্টার তো ফি বছর টেস্টের খরচ বাড়িয়ে দেয়। আগে বছরে একবার করে ওষুধের দাম বাড়ত। আর এখন? কোনও কোনও ওষুধের দাম বাড়ছে প্রতি তিনমাসে একবার করে! কোথায় যাব বলুন তো?’ বলছিলেন উল্টোডাঙার বাসিন্দা অর্ণব সেনগুপ্ত। একটি নামকরা কর্পোরেট সংস্থার হিউম্যান রিসোর্স ম্যানেজার শতরূপা চট্টোপাধ্যায় বলছিলেন, ‘মেডিক্লেমের খরচ কোম্পানি দিচ্ছে তো কি, ওই টাকা তো আমার সিটিসি থেকেই মাসে মাসে কেটে নেওয়া হচ্ছে। পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলেই আমি খুঁটিয়ে খুঁটিয়ে বিল দেখি। প্রতিবারই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। সুগার টেস্টের খরচ পর্যন্ত লাফিয়ে বাড়ছে বছর বছর! বাকিগুলি ছেড়েই দিলাম।’
মোদি জমানায় চিকিৎসা খরচ ক্রমেই ঊর্ধ্বমুখী। নাজেহাল দশা আম জনতার। সেই চিত্র ফুটে উঠেছে একটি নামকরা প্রাইভেট স্বাস্থ্যবিমা সংস্থার সমীক্ষায়। তাতে বলা হয়েছে, প্রতি বছর চিকিৎসা খাতে অন্তত ১৪ শতাংশ করে খরচ বাড়ছে। এই রিপোর্টের সঙ্গে পুরোপুরি সহমত নন একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার পদস্থ এক আধিকারিক। তিনি বলেন, ‘এই হিসেবে একটি সংশোধন করতেই হবে। ১৪ শতাংশ নয়, ফি বছর চিকিৎসা খাতে খরচ বাড়ছে ২০-২৫ শতাংশ। ক্লেম দেখলেই তা বোঝা যাচ্ছে।’ একটি বড় বেসরকারি হাসপাতাল গোষ্ঠীর কর্তার কথায়, ‘প্রতি বছর এপ্রিল-মে মাসে সব কর্পোরেট হাসপাতালের বেড ভাড়া বাড়ে অন্তত ১০-১৫ শতাংশ। কিন্তু সমস্যা অন্যত্র। ২ হাজার ২০০ টাকার বেশি বেড ভাড়া হলে, বর্ধিত খরচের উপর আবার ১৮ শতাংশ জিএসটি চাপে। সেই খরচের লাভ আমরা পাই না। কিন্তু কথা শুনতে হয় আমাদের।’ 
অঙ্কের হিসেবে দেখা যাক। কোনও বেসরকারি হাসপাতালের দৈনিক বেড ভাড়া ৩ হাজার টাকা হলে বছরে একবার ১৫ শতাংশ বেড চার্জ বেড়ে হচ্ছে ৩ হাজার ৪৫০ টাকা। এবার সেই টাকার উপর ১৮ শতাংশ জিএসটি যোগ হলে সেই খরচ বেড়ে হয় ৪ হাজার ৭১ টাকা। মানে একলপ্তে ৩ হাজার টাকার বেড ভাড়া বেড়ে হচ্ছে ৪ হাজার টাকা! অর্থাৎ ভাড়া বাড়ল ৩৩ শতাংশেরও বেশি!
বেসরকারি বিমা সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল খাতে খরচের ২৩ শতাংশ মানুষ মেটাচ্ছে বাজারে ধারবাকি করে! চিকিৎসার ৬২ শতাংশ খরচ মেটাচ্ছে গ্যাঁটের পয়সায়। খরচের ক্ষেত্রে আবার অসুখবিসুখে ভিন্নতা আছে বিভিন্ন এলাকায়। যেমন, দিল্লির মতো মধ্য ভারতের রাজ্যগুলিতেও চিকিৎসা খরচের সিংহভাগ বেরিয়ে যাচ্ছে কিডনির অসুখের চিকিৎসায়। বাংলা ও মুম্বইয়ের মতো রাজ্য‌গুলিতে বড় খরচ হচ্ছে হার্ট অ্যাটাক এবং হার্টের ধমনীর অসুখের সমস্যার জন্য। সব মিলিয়ে বাড়তে থাকা খরচের নাগপাশে নাভিশ্বাস উঠছে আম জনতার।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা