রাজ্য

গঙ্গাসাগর সেতু: সরকারের কেনা জমিতে ঘরবাড়ি, গাছপালা থাকলে তার জন্যও মিলবে টাকা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য প্রশাসনিক প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। সরকার যাঁদের থেকে জমি কিনছে, তাঁরা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়ে দিয়েছেন। তাঁদের কাকে কত টাকা দিতে হবে, সেসব হিসেবনিকেশও প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, শুধু জমির টাকা নয়, সেই জমিতে যদি ঘরবাড়ি, দোকান, চাষবাস, গাছপালা ইত্যাদি থাকে, তার জন্যও টাকা পাবেন বিক্রেতারা। কাকদ্বীপ এবং সাগরের প্রায় দেড়শো গ্রামবাসীর থেকে সরকার জমি নিয়েছে। সেই বাবদ প্রায় ১৬ কোটি টাকা ধার্য করা হয়েছে তাঁদের দেওয়ার জন্য। এর মধ্যে সাগরে প্রায় ৩৯ জনকে দেওয়া হবে ২ কোটি টাকা। বাকি ১৪ কোটি টাকা ধরা হয়েছে কাকদ্বীপের ১০৯ জন গ্রামবাসীর জন্য। তবে অন্যান্য আনুষঙ্গিক খরচ ধরলে মোট টাকার হিসেব প্রায় ২০ কোটি হতে পারে বলে প্রাথমিক অনুমান জেলা প্রশাসনের।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘এক-একজন কত করে টাকা পাবেন, সেই হিসেব চূড়ান্ত হয়েছে। জমিতে গাছপালা, বাড়ি, দোকানপাট থাকলে তার হিসেব আলাদা করে করা হবে। সেই টাকাও জমির দামের সঙ্গে জুড়ে দেওয়া হবে। শীঘ্রই গ্রামবাসীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’ 
আরও জানা গিয়েছে, এক শতক জমি পিছু ৩০ হাজারের বেশি টাকা পেতে পারেন এক-একজন। সাগরের জমি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে কম ৬৩ হাজার টাকা পাবেন একজন গ্রামবাসী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে সেতু নির্মাণের প্রাথমিক কাজকর্মের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। শীঘ্রই টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু হবে বলে জানা গিয়েছে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা