রাজ্য

পিপিপি মডেলে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে রাজ্যে, অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে একটি নতুন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট থাকবে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) নতুন বিদ্যুৎ প্রকল্পটি তৈরি হবে। এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি কোথায় তৈরি হবে, তা পরে ঠিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। যে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি রূপায়ণ করা হবে, তাদের সঙ্গে আলোচনা করেই স্থান ঠিক হবে। প্রসঙ্গত, এই প্রথম রাজ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কোনও বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আরও চারটি নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারি সংস্থা  বিদ্যুৎ উন্নয়ন নিগমের  সাঁওতালডিহি, ব্যান্ডেল, কোলাঘাট ও সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। সরকারি সংস্থা ডিপিএলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দুর্গাপুরে। মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন ইউনিট কয়েক মাসের মধ্যেই চালু হতে চলেছে। নতুন ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৬৬০ মেগাওয়াট। এই নতুন ইউনিটের নির্মাণকাজ ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে এটি চালু হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। মন্ত্রী আরও জানিয়েছন, এটি একটি সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট হবে। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এই প্রথম কোন সুপার ক্রিটিকাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু হচ্ছে। ডিভিসি, এনটিপিসির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিরও পূর্বাঞ্চলে কোনও  সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ ইউনিট নেই। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রে তুলনামূলক কম পরিমাণ কয়লা ব্যবহার করে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। এদিন মন্ত্রিসভার বৈঠকে শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডকে পশ্চিম বর্ধমানের জামুড়িয়াতে ফ্রি হোল্ডে মোট প্রায় ৭৩ একর জমি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে । ওই জমিতে ইস্পাত শিল্প তৈরি করবে সংস্থাটি।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা