রাজ্য

আর জি কর কাণ্ড: ঘটনার দিন পুলিস ছাড়াও কয়েকজন প্রভাবশালী কেন থানায়, চলছে খোঁজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে ৯ আগস্ট কারা থানায় এসেছিল, সিসি ক্যামেরার ফুটেজ থেকে সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে দাবি করেছে সিবিআই। পুলিস ছাড়া সেখানে বেশ কয়েকজন হোমড়াচোমড়ার উপস্থিতির প্রমাণ উঠে এসেছে বলে এজেন্সি সূত্রে খবর।  ঘটনার দিন থানায় তাঁদের আনাগোনা কেন, টালার প্রাক্তন ওসিকে জিজ্ঞাসাবাদ করে তা জানতে চায় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে তথ্যপ্রমাণ লোপাটে তাঁদের ভূমিকাও নজরে রয়েছে। কারও ভূমিকা সন্দেহজনক মনে হলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত মিলেছে।
তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে হাসপাতাল ছাড়াও টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে সিবিআই। থানার ভিতরে বসেই তথ্যপ্রমাণ লোপাটের জন্য ভুয়ো নথি তৈরি ও অদলবদল করা হয়েছে, তা আগেই রিমান্ড লেটারে আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, জিডি বুকে বেশ কিছু জিনিস পরে সংযোজন করা হয়েছে। এমনকী বাজেয়াপ্ত সামগ্রীতে বেশ কিছু জিনিস ঢোকানো ও বের করার কাজ চলেছে। এই সমস্ত বিষয় নিশ্চিত হতেই টালা থানার তদানীন্তন ওসি অভিজিত মণ্ডল ও হাসপাতালের তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল ও থানার সিসি ক্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষায় যায়। যার রিপোর্ট শনিবার হাতে এসেছে তদন্তকারীদের। ওই ভিডিও ফুটেজ থেকে কয়েকজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনকে আবার পুলিস অফিসারদের সঙ্গে ঢুকতে দেখা গিয়েছে থানায়। সোজা চলে গিয়েছেন তদন্তকারীদের রুমে। এই সমস্ত ব্যক্তিরা হোমড়াচোমড়া বলেই পরিচিত। অন্য কোনও কেসের বিষয়ে তাঁরা থানায় এসেছিলেন, নাকি অভয়ার খুন ও ধর্ষণ কাণ্ডের বিষয়ে কিছু পরিকল্পনা সাজাতে সেখানে হাজির হয়েছিলেন, তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। জানা যাচ্ছে, থানায় তাঁদের ভালোই যাতায়াত রয়েছে। পাশাপাশি জিডি বুকে নতুন বিষয় সংযোজন হচ্ছে, সেটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে খবর। সেই বিষয়গুলি টালা থানার প্রাক্তন ওসি অভিজিতবাবুকে জিজ্ঞাসাবাদ করে স্পষ্ট করতে চাইছেন। একইসঙ্গে দুজনের মোবাইল থেকে যাঁদের সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে, তাঁরা কারা, তা জানতেও এই দুজনকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সির কাছে। এদিকে আখতার আলির অভিযোগ, সিবিআই স্ক্যানারে থাকা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রশংসা করা সহ একাধিক অভিযোগে আর জি কর’এর প্রাক্তনীদের সংগঠন থেকে ডাঃ সুদীপ্ত রায়কে বের করে দেওয়া হল। এদিন এক চিঠিতে সংগঠনের তরফে ডাঃ রায়কে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে আর জি কর’এর প্রাক্তনীদের সংগঠন। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা